

২০২০ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে বিদেশী কোচ বিহীন পথ চলা বাংলাদেশ নারী দলের। তবে এবার সেই শূন্যতা পূরণ করতে আসছেন শ্রীলঙ্কার সাবেক তারকা ক্রিকেটার হাসান তিলকারত্নে।
ভারতীয় অঞ্জু জৈনের সাথে চুক্তি নবায়ন করেনি বিসিবি। তার স্থলাভিষিক্ত হন দেশী কোচ মাহমুদ ইমন। তার অধীনেই গত দুই বছর খেলছিল বাংকাদেশ নারী দল। কিন্তু সর্বশেষ ঘরের মাঠে এশিয়া কাপে প্রথম পর্ব থেকেই বাদ পড়ায় নতুন করে ভাবতে হয়েছে বোর্ডকে।
সামনের ব্যস্ত আন্তর্জাতিক সূচির কথা মাথায় রেখে শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার হাসান তিলকারত্নেকে নিয়োগ দেওয়া হচ্ছে।
আপাতত দুই বছরের চুক্তিতে বাংলাদেশ দলের সঙ্গে কাজ করবেন তিনি। এতো দিন শ্রীলঙ্কা নারী দলের প্রধান কোচ হিসেবে কাজ করছিলেন হাসান। তার অধীনেই সদ্য সমাপ্ত নারী এশিয়া কাপের ফাইনাল খেলে লঙ্কানরা।
তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল।
তিনি বলেন, ‘আপাতত দুই বছরের জন্য আমরা হাসানকে নিয়োগ দিয়েছি। এশিয়া কাপের সময় থেকেই তার সঙ্গে আলাপ হচ্ছিল। আশা করছি নভেম্বরের প্রথম সপ্তাহেই সে বাংলাদেশে চলে আসবে।’
শ্রীলঙ্কা জাতীয় দলের হয়ে ৮৩টি টেস্টে ১১ সেঞ্চুরি ও ২০ ফিফটিতে ৪৫৪৫ রান করেছেন হাসান। ২০০ ওয়ানডে খেলে ২ সেঞ্চুরি ও ১৩ ফিফটিতে ৩৭৮৯ রান করেছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩ হাজারের বেশি রান করার পাশাপাশি আছে জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও।
খেলোয়াড়ী জীবন শেষেও সমৃদ্ধ ক্যারিয়ার সাবেক এই লঙ্কান ক্রিকেটারের। দেশটির জাতীয় দল, যুব দল, নারী দলের সাথে কোচ, ম্যানেজার নানা ভূমিকায় কাজ করেছেন। পাশাপাশি শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) ক্রিকেট বোর্ডেও কাজ করেছেন।