খেলা সিডনিতে বলেই বড় আশা সাকিবের

খেলা সিডনিতে বলেই বড় আশা সাকিবের
Vinkmag ad

অস্ট্রেলিয়ার অন্যতম আইকনিক গ্রাউন্ড সিডনি ক্রিকেট গ্রাউন্ড। এই গ্রাউন্ডে অবশ্য কখনোই কোন ফরম্যাটেই খেলা হয়নি বাংলাদেশ দলের। সেই অপেক্ষার পালা শেষ হতে চলেছে, আগামীকালই সিডনিতে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এর নিজেদের ২য় ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল।

দক্ষিণ আফ্রিকা টেস্ট ও ওয়ানডে খেললেও সিডনিতে কখনো খেলেনি টি-টোয়েন্টি। সিডনিতে ম্যাচের আগে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বলছেন জেতার জন্য নামবেন। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে পয়েন্ট হাতছাড়া করা প্রোটিয়ারা চাপে থাকবে বলে মনে করেন সাকিব।

সাকিব বলেন, ‘টস একটা জিনিস যেটা আমাদের হাতে নেই। আমাদের যদি ব্যাটিং করতে হয় আগে, চেষ্টা করবো ভালো ব্যাটিং করার। যদি বোলিং করতে হয় সেটাও চেষ্টা করবো ভালো করে বোলিং করার। কারণ আমরা ম্যাচটা খেলতে নামবো জেতার জন্যে। আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ, দক্ষিণ আফ্রিকার জন্যও খুব গুরুত্বপুর্ণ, কারণ তারা আশা করছিল ওরা ফুল পয়েন্ট (জিম্বাবুয়ের বিপক্ষে) পাবে। যেটা ওরা পায়নি, ওদের জন্য এটা ডু অর ডাই ম্যাচ। ওদের জন্য একটু হলেও প্রেশার থাকবে। সেখানে আমরা ম্যাচ জিতে এসেছি।’

অস্ট্রেলিয়ার অন্যান্য গ্রাউন্ডের চেয়ে সিডনিতে ম্যাচ বলে আশাবাদী সাকিব। সিডনিতে স্পিনাররা সুবিধা পান বলেই কিনা বড় কিছুর আশা দেখতেন তিনি, মাঠে নামতে চান ভালো মাইন্ডসেট নিয়ে।

সাকিব বলেন, ‘এমন এক গ্রাউন্ড (সিডনি ক্রিকেট গ্রাউন্ড) যেখানে হয়তো আমরা চাইবো যেকোন দলের সঙ্গে খেলার। অস্ট্রেলিয়ার যেকোন উইকেট থেকে এখানে স্পিনারদের জন্য সুবিধা বেশি থাকে সাধারণত। বিশ্বকাপে যেটা হয় সাধারণত ট্রু উইকেট তৈরি করার চেষ্টা করে, সবার জন্যই একটা ব্যালান্স থাকে পিচে। তো ঐভাবে আমাদের প্ল্যান করতে হবে। আমরা খোলা মনে যেতে চাই, একটা ভালো মাইন্ডসেট নিয়ে যেতে চাই এবং খেলাটাকে এনজয় করতে চাই।’

এমনিতে অস্ট্রেলিয়ায় বাংলাদেশী প্রবাসী অনেক, তবে সবচেয়ে বেশি সিডনিতেই। সাকিব তাই আশা করছেন অনেক দর্শক আসবে, সমর্থকদের সমর্থন কাজে লাগিয়ে ভালো কিছু করতে চান বাংলাদেশ অধিনায়ক।

সাকিব বলেন, ‘আমি আশাবাদী বেশ ভালো একটা ক্রাউড আসবে, যারা আমাদেরকে সমর্থন করবে। তাদের সাপোর্টের প্রতিদানটা যেনো আমরা দিতে পারি। সিডনিতে সবচেয়ে বেশি বাংলাদেশি, তাদের সমর্থনটা কাজে লাগিয়ে আমরা কতটা ভালো করতে পারি সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

‘খুবই ভালো মাঠ, অনেক প্রেস্টিজিয়াস একটা জায়গা। যেখানে প্রথমবার আমি সহ পুরো দলই খেলছে। আমাদের জন্য অবশ্যই একটু এক্সাইটমেন্টটা কাজ করবে। এরকম একটা ভেন্যুতে আমরা অবশেষে খেলতে পারছি, যদিও উচিত ছিল এর আগেও আমরা কিছু ম্যাচ খেলি। সেটা হয়নি, এখন যেহেতু হচ্ছে সবার জন্যই একটা সুযোগ। এরকম একটা জায়গায়, এমন বড় অকেশনে দেশের জন্য কিছু করার।’

৯৭ প্রতিবেদক

Read Previous

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নায়কের অপেক্ষায় সাকিব

Read Next

নারী দলের নতুন কোচ হাসান তিলকারত্নে

Total
10
Share