

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এ নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল (২৭ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। ওয়ানডে, টেস্টের মতো টি-টোয়েন্টিতে জয়ের জন্য বেশি পারফর্মার লাগে না। অধিনায়ক সাকিব আল হাসান তাই তাকিয়ে আছেন প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচ জেতানো এক নায়কের দিকে।
নেদারল্যান্ডসের বিপক্ষে জয় দিয়ে মিশন শুরু করেছিল বাংলাদেশ। অন্যদিকে জিম্বাবুয়ের বিপক্ষে বৃষ্টির আক্ষেপে পুড়তে হয়েছে দক্ষিণ আফ্রিকার। ম্যাচে দারুণ নিয়ন্ত্রণ রেখেও বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগিতে টুর্নামেন্ট শুরু তাদের।
আগামীকাল বাংলাদেশের বিপক্ষে জয়ের খোঁজেই নামবে টেম্বা বাভুমার দল। অন্যদিকে জয়ে শুরু করা বাংলাদেশের লক্ষ্য ছন্দ ধরে রাখা। আর সে কারণেই অধিনায়ক সাকিব ম্যাচ জেতানো নায়কের খোঁজ করছেন।
আজ (২৬ অক্টোবর) সিডনিতে অনুশীলন শেষে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘টি-টোয়েন্টিতে মোমেন্টাম খুব গুরুত্বপূর্ণ। তাই মোমেন্টাম পাওয়া এবং সেটা ধরে রাখা অনেক জরুরি। ওয়ানডে, টেস্টে পারফর্মারের সংখ্যা বেশি থাকে। টি-টোয়েন্টিতে এত বেশি থাকার সুযোগ নেই। কম পারফর্মার থাকবে কিন্তু ওদের পারফরম্যান্সটা একটু বড় হতে হয়।’
‘আমাদের যে ১১ জন খেলবে তাদের থেকে কারও হিরো (নায়ক) হওয়ার আরেকটা সুযোগ কাল। ঐ হিরো কে হবে? এসব ব্যাপার আমাদের কাছে অনেক বড় ভূমিকা রাখে। আমি যেটা বললাম, ওপেনারদের ২০ ওভার ব্যাটিং করার সুযোগ আছে। কেন তারা করতে পারবে না? আমি বিশ্বাস করি তারা করতে পারবে।’
‘বোলাররা আগেরদিন যেমন বল করেছে, কেন আমরা আবার ১০ উইকেট নিতে পারব না? আমরা ফলাফলে যেতে চাই, খেলা উপভোগ করতে চাই, আগ্রাসী থাকতে চাই। রোমাঞ্চকর ক্রিকেট খেলে দিনশেষে হাসিমুখে ফিরে আসতে চাই।’
কেমন একাদশ নিয়ে আগামীকাল প্রোটিয়াদের মোকাবেলা করবে বাংলাদেশ? এমন প্রশ্নে সাকিব দিয়েছেন কৌশলী উত্তর।
তার ভাষায়, ‘আমরা প্রেডিক্টেবল হতে চাই না। আমরা প্রতিপক্ষ, কন্ডিশন দেখে সিদ্ধান্ত নিব। এভাবে আমরা বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করেছি। ডাইমেনশন ভিন্ন, উইন ফ্যাক্টর ভিন্ন, আবহাওয়া ভিন্ন। তা এসব চিন্তা করেই আমরা পরিকল্পনা করছি। আমাদের বিপক্ষে যেন না যায়, সেজন্য নিজেদের খোলামেলা রাখছি।’
এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পাওয়াটা সাকিবের কাছে আরও এক কারণে গুরুত্বপূর্ণ। টাইগার দলপতি মনে করেন টি-টোয়েন্টিতে তাদের যে বিব্রতকর পরিসংখ্যান সেটা এক পাশে রেখে সামর্থ্য প্রমাণের উপলক্ষ্য হতে পারে এই জয়।
টাইগার কাপ্তান জানান, ‘এমন একটা ম্যাচ, আমরা যদি ম্যাচটা জিতে যাই তাহলে নিজেদের সামর্থ্য প্রমাণ করার খুব কাছাকাছি চলে যাব। আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আবার একইসাথে দক্ষিণ আফ্রিকাও হারতে পারবে না এরকম একটা পরিস্থিতিতে আছে। দুই দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা খেলাটা কতটা উপভোগ করছি এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’