

আগামী মাসে ১ টি চার দিনের ম্যাচ, ৩ ওয়ানডে ও ২ টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই সিরিজের জন্য তিন ফরম্যাটের জন্য ৩ ভিন্ন স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তিন দলেরই নেতা প্রতিভাবান উইকেটরক্ষক ব্যাটার সাদ বেগ।
১৬ বছর বয়সী করাচির সাদ বেগ দারুণ এক মৌসুম (২০২২-২৩) কাটিয়েছেন। ন্যাশনাল অনূর্ধ্ব-১৯ কাপে ২৯৯ রান করেন ৯৯.৬৭ গড়ে, স্ট্রাইক রট ছিল ১০৯.১২। বাঁহাতি এই ব্যাটার ৪ ইনিংসের ২ টিতে করেন সেঞ্চুরি। উইকেটের পেছনে করেন ৯ ডিসমিসাল।
তিন দিনের ম্যাচেও ২০০ রান করার পাশাপাশি ডিসমিসাল করেন ১১ টি। পাকিস্তান জুনিয়র লিগে হায়দ্রাবাদ হান্টার্সের অধিনায়ক ছিলেন সাদ বেগ। সেখানে ১২১ স্ট্রাইক রেটে করেন ১৪৯ রান।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল সর্বশেষ পাকিস্তান সফরে গিয়েছিল ২০০৭ সালের নভেম্বরে। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে চারদিনের ম্যাচ খেলেছিল দুই দল, ম্যাচ হয়েছিল ড্র। হায়দ্রাবাদ ও করাচিতে হওয়া সীমিত ওভারের সিরিজে বাংলাদেশ জিতেছিল ৩-২ ব্যবধানে।
এবারের সফরে ৩ ফরম্যাটের মোট ৬ টি ম্যাচই হবে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে।
???? Pakistan U19 squads unveiled for Bangladesh series ????
Read more: https://t.co/BrxXze5T1e#PAKvBAN | #PakistanFutureStars pic.twitter.com/484daDmonq
— Pakistan Cricket (@TheRealPCB) October 25, 2022
চারদিনের ম্যাচের স্কোয়াডঃ
সাদ বেগ (অধিনায়ক), আব্দুল বাসিত, আলি আসফান্দ, বাসিত আলি, হাবিবুল্লাহ, হাসিব নাজিম, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ ইবতিশাম, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ নাবিল, মোহাম্মদ শোয়েব, মোহাম্মদ তায়েব আরিফ, মোহাম্মদ জুলকিফাল, নাভিদ আহমেদ, উজাইর মুমতাজ, ওয়াহাজ রিয়াজ।
ওয়ানডে স্কোয়াডঃ
সাদ বেগ (অধিনায়ক), আব্দুল বাসিত, আলি আসফান্দ, আলি রাজা, আরাফাত মিনহাজ, বাসিত আলি, হাবিবুল্লাহ, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ ইবতিশাম, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ শোয়েব, মোহাম্মদ তায়েব আরিফ, মমিন কামার, শাহজাইব খান, শাহওয়াইজ ইরফান ও উজাইর মুমতাজ।
টি-টোয়েন্টি স্কোয়াডঃ
সাদ বেগ (অধিনায়ক), আলি আসফান্দ, আলি রাজা, আরাফাত মিনহাজ, আরহাম নওয়াব, বাসিত আলি, হাবিবুল্লাহ, মোহাম্মদ ইবতিশাম, মোহাম্মদ শোয়েব, মোহাম্মদ তায়েব আরিফ, মোহাম্মদ জিশান, মমিন কামার, সাদ মাসুদ, শামিল হোসেন, শাহওয়াইজ ইরফান ও উজাইর মুমতাজ।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের পাকিস্তান সফরের সূচি-
১ নভেম্বর- বাংলাদেশ যুবারা পাকিস্তান পৌছাবে
৪-৭ নভেম্বর- চার দিনের ম্যাচ, ইকবাল স্টেডিয়াম, ফয়সালাবাদ
১০ নভেম্বর- প্রথম ওয়ানডে ম্যাচ, ইকবাল স্টেডিয়াম, ফয়সালাবাদ
১২ নভেম্বর- দ্বিতীয় ওয়ানডে ম্যাচ, ইকবাল স্টেডিয়াম, ফয়সালাবাদ
১৪ নভেম্বর- তৃতীয় ওয়ানডে ম্যাচ, ইকবাল স্টেডিয়াম, ফয়সালাবাদ
১৬ নভেম্বর- প্রথম টি-টোয়েন্টি, ইকবাল স্টেডিয়াম, ফয়সালাবাদ
১৮ নভেম্বর- দ্বিতীয় টি-টোয়েন্টি, ইকবাল স্টেডিয়াম, ফয়সালাবাদ
১৯ নভেম্বর- বাংলাদেশ যুবাদের পাকিস্তান ত্যাগ।