ঘূর্ণিঝড়, বৃষ্টি বাধাকে উপেক্ষা করে রাজশাহীতে মার্শালের সেঞ্চুরি

মার্শাল আইয়ুব
Vinkmag ad

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দেশজুড়ে চলমান ঝড় বৃষ্টির প্রভাব পড়ে চলমান জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) তৃতীয় রাউন্ডে। সিলেটে দুই ম্যাচে প্রথম দুইদিনে টসই হওয়া সম্ভব হয়নি। বগুড়ায় গতকাল (২৪ অক্টোবর) প্রথম দিন ২৩.৩ ওভার খেলা হলেও আজ (২৫ অক্টোবর) দ্বিতীয় দিন কোনো বল গড়ায়নি। অন্যদিকে রাজশাহীতে প্রথম দিন মাত্র ১ বল মাঠে গড়ালেও আজ দ্বিতীয় দিন পুরো সময়ই খেলা চলেছে। আর তাতে মার্শাল আইয়ুবের সেঞ্চুরিতে বরিশাল বিভাগের বিপক্ষে ভালো অবস্থানে ঢাকা মেট্রো।

ঢাকা-চট্টগ্রাম

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে গতকাল যথাসময়েই খেলা শুরু হয়। টস জিতে ফিল্ডিং নেয় চট্টগ্রাম বিভাগ।

আগে ব্যাট করা ঢাকা বিভাগ লাঞ্চের আগে ২ উইকেট হারিয়ে তোলে ৫৪ রান। ইনিংসের ২৪তম ওভারের তৃতীয় বল শেষেই বৃষ্টি হানা দিলে লাঞ্চে যায় দুই দল। ২৬ রানে আব্দুল মজিদ ও ১২ রানে রকিবুল হাসান অপরাজিত ছিলেন। চট্টগ্রামের হয়ে আউট হওয়া দুই ব্যাটার রনি তালুকদার (৮) ও মাহিদুল ইসলামকে (১) তুলে নেন পেসার ইয়াসিন আরাফাত মিশু।

সারাদিনে বৃষ্টি না কমায় আর কোনো বল মাঠে গড়ায়নি। একই পরিস্থিতি আজ সারাদিনও বিরজমান থাকায় শুরু করা যায়নি খেলা।

ঢাকা মেট্রো-বরিশাল

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বৃষ্টির কারণে আগেরদিন বেলা তিনটায় খেলা শুরু হয়। কিন্তু ১ বল মাঠে গড়াতেই ফের বৃষ্টি, দিনের খেলা সমাপ্ত ঘোষণা করে আম্পায়াররা।

টস হেরে ব্যাট করতে নেমে ১ বলে কোনো রান পায়নি ঢাকা মেট্রো। শূন্য রানে অপরাজিত ছিলেন মোহাম্মদ নাইম শেখ ও মাহফিজুল ইসলাম।

আজ দ্বিতীয় দিন অবশ্য শুরু থেকেই মাঠে বল গড়িয়েছে। তাতে প্রথম ইনিংসে ঢাকা মেট্রো থামে ২৫৫ রানে। সর্বোচ্চ ১০০ রান আসে মার্শাল আইয়ুবের ব্যাটে। ১৮৬ বলে ১০ চারে ইনিংসটি সাজান তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান আইচ মোল্লার।

ওপেনার মাহফিজুল খালি হাতে ফিরলে নাইম করেছেন ২৫ রান। শেষদিকে মোহাম্মদ শরিফুল্লাহ ২২, আবু হায়দার রনি ১৮ ও রাকিবুল হাসান ২০ রান করেন। বরিশালের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট পেসার কামরুল ইসলাম রাব্বি ও রুয়েল মিয়ার।

জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৮ ওভার ব্যাট করেই ৯ রানে ২ উইকেট হারায় বরিশাল। দুই ওপেনার রাফসান আল মাহমুদ (৭) ও মোহাম্মদ আশরাফুলকে (১) নিজের শিকারে পরিণত করেন আসাদুল্লাহ হিল গালিব। ১ রানে কামরুল ইসলাম ও ০ রানে আবু সায়েম অপরাজিত আছেন। দ্বিতীয় দিন শেষে বরিশাল পিছিয়ে ২৪৬ রানে, হাতে ৮ উইকেট।

রংপুর-সিলেট ও রাজশাহী-খুলনা

রংপুর বিভাগ বনাম সিলেট বিভাগের মধ্যকার খেলাটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা। তবে ঘূর্ণিঝড় প্রভাবে বৃষ্টিতে দ্বিতীয় দিনেও টস হয়নি। পাশের মাঠে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম গ্রাউন্ড-২ এ শুরু হওয়ার কথা রাজশাহী ও খুলনার ম্যাচটি। কিন্তু একই পরিণতি ঐ ম্যাচেরও।

৯৭ প্রতিবেদক

Read Previous

সাদমান-মিঠুনের ব্যাটে তামিলনাড়ুতে বাংলাদেশ একাদশের দিন

Read Next

স্টয়নিস ঝড়ে এলোমেলো শ্রীলঙ্কা, ভুলে যেতে চাইবেন হাসারাঙ্গা

Total
4
Share