

তামিল নাড়ু একাদশের বিপক্ষে প্রথম চারদিনের ম্যাচে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ একাদশ। আগে ব্যাট করে প্রথম দিন শেষে ৫ উইকেটে ২৩০ রান সফরকারীদের স্কোরবোর্ডে। ৮৯ রানে আউট হয়ে সেঞ্চুরি মিস করেছেন ওপেনার সাদমান ইসলাম। অধিনায়ক মোহাম্মদ মিঠুনের সামনে অবশ্য তিন অঙ্ক ছোঁয়ার সুযোগ রয়েছে, দিন শেষে অপরাজিত আছেন ৭৪ রানে।
ভিসা জটিলতায় প্রায় দুই সপ্তাহ পিছিয়েছে বাংলাদেশ একাদশের তামিলনাড়ু সফর। পূর্বের সূচিতে প্রথম চার দিনের ম্যাচ মাঠে গড়ানোর কথা ছিল ১২ অক্টোবর। শেষ পর্যন্ত মোহাম্মদ মিঠুনের নেতৃত্বাধীন দলটি দেশই ছেড়েছে ২২ অক্টোবর।
নতুন সূচিতে এম এ চিদাম্বরম স্টেডিয়ামে আজ মাঠে গড়ানো প্রথম চার দিনের ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ একাদশ।
শুরতেই ওপেনার মাহমুদুল হাসান জয়কে (৩২ বলে ৩) হারায় সফরকারীরা। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ৮৫ রান যোগ করেন আরেক ওপেনার সাদমান ইসলাম ও তিন নম্বরে নামা সাইফ হাসান।
৪১তম ওভারে তামিল নাড়ু বোলার ভিগনেশের দ্বিতীয় শিকার হয়ে সাইফ ফিরলে ভাঙে জুটি। ১১৯ বলে ৪ চারে ৩৮ রানের ইনিংস সাইফের। ২ বলের ব্যবধানে ভিগনেশ একই ওভারে ফেরান মুমিনুল হককেও (২)। ৩ উইকেটে ১০১ রানে পরিণত হয় বাংলাদেশ একাদশ।
সেখান থেকে অধিনায়ক মিঠুনকে নিয়ে সাদমানের ১০৫ রানের জুটি। ৪৭তম ওভারের শেষ বলে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ঠেলে সিঙ্গেল নিয়ে ১২২ বলে ফিফট ছুঁয়েছেন সাদমান।
সাদমানের পর ফিফটি মিঠুনের ব্যাটেও। ৭১তম ওভারে অজিত রামকে লং অন দিয়ে ছক্কা মেরে ৯২ বলে পূর্ণ করেন ফিফটি। তবে অজিত রামের করা ৭৩তম ওভারে শর্ট মিড অনে ক্যাচ দিয়ে ফেরেন সাদমান। ততক্ষণে নামের পাশে ১৯৪ বলে ৯ চারে ৮৯ রান।
সাদমানের সাথে শতরানের জুটি ভাঙলেও মিঠুন ছিলেন সহজাত, মাঝে এনামুল হক বিজয়কে (২) হারায় বাংলাদেশ একাদশ। শেষ পর্যন্ত জাকের আলি অনিককে নিয়ে দিন শেষ করেন মিঠুন।
৫ উইকেটে ২৩০ রান তোলার পথে মিঠুন ১২৮ বলে ৫ চার ৪ ছক্কায় ৭৪ ও অনিক ৬ রানে অপরাজিত আছেন। তামিলনাড়ু একাদশের সর্বোচ্চ ৩ উইকেট ভিগনেশের, ২ উইকেট অজিত রামের।