পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচকে এখন বড় বলছেন হার্শা ভোগলে

পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচকে এখন বড় বলছেন হার্শা ভোগলে
Vinkmag ad

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এ সুপার টুয়েলভে গ্রুপ ২ এ ৬ টি দল থাকলেও সেখানে ফেভারিটের তকমা ৩ দলের গায়ে। একবার করে টি-টোয়েন্টি বিশ্ব আসরের শিরোপা জেতা ভারত ও পাকিস্তানের সঙ্গে দক্ষিণ আফ্রিকা।

গ্রুপে বাংলাদেশ, জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস থাকলেও তাদেরকে বেশির ভাগ ক্রিকেট বিশ্লেষকই সেমিফাইনালে যাবার লড়াইয়ে আমলে নিচ্ছে না।

ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মধ্যে কোন দুই দল সেমি ফাইনালের টিকিট কাটবে তা নিয়ে আলোচনা হচ্ছে বিস্তর। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ জিতে নিজেদের কাজ এগিয়ে রেখেছে ভারত।

তবে দক্ষিণ আফ্রিকার কাজ কঠিন করে দিয়েছে বৃষ্টি। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে বৃষ্টির জয় হয়েছে, ম্যাচ হয়েছে পরিত্যক্ত। তাই সেই ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে প্রোটিয়াদের।

এটাকে ক্রুশাল বলছেন জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হার্শা ভোগলে। টুইটারে তিনি লিখেছেন, ‘যদি ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা তাদের মধ্যে ১ টি করে ম্যাচ জেতে ও ১ টি করে হারে তাহলে এই ১ পয়েন্ট হারানো খুবই ব্যয়বহুল হবে। দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ এখন বড় ম্যাচ হতে যাচ্ছে।’

৯৭ ডেস্ক

Read Previous

ইংল্যান্ডের ওয়ানডে দলে ফিরলেন জেসন রয়

Read Next

সাদমান-মিঠুনের ব্যাটে তামিলনাড়ুতে বাংলাদেশ একাদশের দিন

Total
16
Share