• জুন ১০, ২০২৩

ইংল্যান্ডের ওয়ানডে দলে ফিরলেন জেসন রয়

ইংল্যান্ডের ওয়ানডে দলে ফিরলেন জেসন রয়
Vinkmag ad

ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দলের নির্বাচকরা নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে।

১৫ সদস্যের শক্তিশালী স্কোয়াডে ফিরেছেন জেসন রয়। চলমান আইসিসি টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ২০২২ এর ইংলিশ স্কোয়াডের ১১ জন টিকে গেছেন।

সিমার ওলি স্টোন ২০১৮ সালের অক্টোবরের পর আবার ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন। ব্যাটার জেমস ভিন্সও ফিরছেন স্কোয়াডে। মিডল অর্ডার ব্যাটার স্যাম বিলিংসও ফিরেছেন।

৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হবে ৬ দিনের মধ্যে। ম্যাচ হবে অ্যাডিলেড, সিডনি ও মেলবোর্নে।

ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড-

জস বাটলার (অধিনায়ক), মইন আলি, স্যাম বিলিংস, স্যাম কারেন, লিয়াম ডসন, ক্রিস জর্ডান, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, ওলি স্টোন, জেমস ভিন্স, ডেভিড উইলি, ক্রিস ওকস ও লুক উড।

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড সিরিজের সূচি-

১ম ওয়ানডে- ১৭ নভেম্বর, অ্যাডিলেড ওভাল
২য় ওয়ানডে- ১৯ নভেম্বর, সিডনি ক্রিকেট গ্রাউন্ড
৩য় ওয়ানডে- ২২ নভেম্বর, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড।

৯৭ ডেস্ক

Read Previous

বাংলাদেশের প্রশংসা করে বাউচার দিলেন হুংকারও

Read Next

পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচকে এখন বড় বলছেন হার্শা ভোগলে

Total
1
Share