বাংলাদেশের প্রশংসা করে বাউচার দিলেন হুংকারও

বাংলাদেশের প্রশংসা করে বাউচার দিলেন হুংকারও
Vinkmag ad

হোবার্টে ২৪ অক্টোবর ভিন্ন সময়ে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এ নিজেদের প্রথম ম্যাচটি খেলেছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ জিতলেও জিম্বাবুয়ের বিপক্ষে প্রোটিয়াদের জিততে দেয়নি বৃষ্টি। জয়ের পথেই ছিল দক্ষিণ আফ্রিকা, তবে বৃষ্টিতে পরিত্যক্ত হয় ম্যাচ।

দক্ষিণ আফ্রিকার পরবর্তী ম্যাচ বাংলাদেশের বিপক্ষেই। জিম্বাবুয়ের বিপক্ষে পরিত্যক্ত হওয়া ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে প্রোটিয়া কোচ মার্ক বাউচারকে তাই কথা বলতে হয়েছে সেই ম্যাচ নিয়েও।

মার্ক বাউচার বলছেন, নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ তারা দেখেছেন। বাংলাদেশের প্রশংসা করে দিয়ে রাখলেন হুংকারও, জিততে হবে বাকি সব ম্যাচ।

বাউচার বলেন, ‘আপনি যে ম্যাচই খেলুন না কেনো আপনি সেটাতে জিততে চাইবেন। আমরা বাংলাদেশের ম্যাচের (নেদারল্যান্ডসের বিপক্ষে) কিছুটা দেখেছি। তারা শুরুটা বেশ ভালো করেছিল, মাঝে কিছুটা হোচট খেয়েছে। তাদের বোলিংও বেশ ভালো। আমাদের এখন বাকি থাকা সব ম্যাচ জিততে হবে।’

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বৃষ্টি ভাগ্য যারপরনাই হতাশা জাগানিয়া। হোবার্ট থেকে সিডনিতে যেয়ে আবহাওয়া ঠিক থাকবে এমনটাই আশা করছেন প্রোটিয়া কোচ।

বাউচার বলেন, ‘আমরা এখন ভিন্ন ভেন্যুতে যাচ্ছি। আশা করি সেখানে বৃষ্টি থাকবে না। সেখানে ভালো লড়াই হবে, আমরা আমাদের স্কিল প্রদর্শন করতে পারব। টি-টোয়েন্টিতে ম্যাচে এক-দুই জন আপনাকে জেতাতে পারবে। আমাদের দলে ভালো মানের বোলার, ব্যাটার আছে, যারা আমাদের জিততে সাহায্য করবে। আমার মনে হয় বাংলাদেশও একই রকম ভাবছে।’

আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ৯ টায় সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ।

৯৭ ডেস্ক

Read Previous

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে জাম্পার করোনা ধাক্কা

Read Next

ইংল্যান্ডের ওয়ানডে দলে ফিরলেন জেসন রয়

Total
1
Share