

অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জাম্পাকে নিয়ে অজি শিবিরে শঙ্কা। আজ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে করোনা টেস্টে পজিটিভ হয়েছেন জাম্পা।
দলের এক মুখপাত্র ক্রিকেটডটকমডটএইউকে জানিয়েছেন অ্যাডাম জাম্পা করোনা টেস্টে পজিটিভ প্রমাণিত হয়েছেন। যদিও তার সেরকম কোন উপসর্গ নেই।
One of Australia’s most important T20 players is in serious doubt for tonight’s must-win clash in Perth #T20WorldCup
— cricket.com.au (@cricketcomau) October 25, 2022
পার্থে অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। দল বলছে জাম্পা সেরা একাদশে নির্বাচনের জন্য অ্যাভেইলেবল।
যদি জাম্পাকে সেরা একাদশে থাকতে হয় তাহলে তাকে ম্যাচ ভেন্যুতে একা যেতে হবে। এবং দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফের সঙ্গে দুরত্ব বজায় রাখতে হবে।