

চলছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২। অস্ট্রেলিয়ায় ২২ অক্টোবর থেকে শুরু হয়েছে সুপার টুয়েলভের খেলা। গ্রুপ ১ ও ২ এর সবকটি দলই খেলে ফেলেছে ১ টি করে ম্যাচ। গ্রুপ ১ এ নিউজিল্যান্ড ও গ্রুপ ২ এ বাংলাদেশ আছে পয়েন্ট তালিকার শীর্ষে। সেমি ফাইনালে যাবার পথের অনেকটা এখনও বাকি। তাই চলছে প্রেডিকশন, কারা উঠবে সেমিফাইনালে।
Super 12 standings with each team having played one game ????#T20WorldCup pic.twitter.com/T9EnaD4vfr
— ICC (@ICC) October 25, 2022
বাংলাদেশের নির্বাচক হাবিবুল বাশার অবশ্য নিজ দলকে সেমি ফাইনাল খেলতে দেখছেন না। ভারতীয় সংবাদ মাধ্যমে অতিথি হয়ে হাবিবুল বাশার বলেছেন গ্রুপ ২ থেকে ভারত ও দক্ষিণ আফ্রিকা যাবে সেমিফাইনালে।
তিনি বলেন, ‘আমি মনে করি এই গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকা ও ভারত সেমি ফাইনালে যাবে। আমার মতে দক্ষিণ আফ্রিকা সক্ষমতা রাখে।’