ডি ককের তান্ডবের পরও জিতল না দক্ষিণ আফ্রিকা; পয়েন্ট হল ভাগ

featured photo updated v 18
Vinkmag ad

দক্ষিণ আফ্রিকাকে ৮০ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েও পাত্তা পায়নি জিম্বাবুয়ে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডি ককের ব্যাটিং ঝড়! তবুও জিতল না প্রোটিয়ারা। বৃষ্টিতে ম্যাচ হয়েছে পরিত্যক্ত, পয়েন্ট ভাগ করল দুই দল।

ম্যাচের ফল বের করতে হলে দুই দলকে অন্তত ৫ ওভার করে ইনিংস ব্যাট করা লাগতো। জিম্বাবুয়ে ৯ ওভার খেললেও দক্ষিণ আফ্রিকা ৩ ওভার খেলতেই বৃষ্টি হানা। ম্যাচ পরিত্যক্ত করতে বাধ্য হয় অনফিল্ড আম্পায়াররা।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচ নেমে আসে ৯ ওভারে। টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের। ১৯ রান করতেই জিম্বাবুয়ের নেই ৪ ব্যাটসম্যান। অধিনায়ক ক্রেইগ আরভিনকে (২) ফিরিয়ে দেন ওয়াইন পারনেল। এরপর লুঙ্গি এনগিডি তৃতীয় ওভারে একাই ২ উইকেট নেন। সিকান্দার রাজা ফেরেন ডাক হয়ে। শন উইলিয়ামস রান আউট হয়েছেন ১ রানে। 

শেষদিকে মিলটন শুম্বা এবং ওয়েসলি মাধেভেরের রানের দেখা পায় জিম্বাবুয়ে। এই দুইয়ের ব্যাটে ৬০ রানের জুটি। আর তাতেই ৫ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের স্কোর ৭৯।

৮০ রানের লক্ষ্য তাড়ায় নেমে কুইন্টন ডি ককের ব্যাটে ঝড়! টেন্ডাই চাতারার প্রথম ওভারে চার-ছক্কার বন্যায় ২৩ রান। পরের ওভারে রিচার্ড এনগারাভা এসেই দেন নো বল। ফ্রি-হিট খেলতেই ফের বৃষ্টি আগমন। বৃষ্টি শেষে দক্ষিণ আফ্রিকার সামনে টার্গেট দাঁড়ায় ৭ ওভারে ৬৪ রান। আগের ১.১ ওভারেই ডি ককের ব্যাটিং তান্ডবে প্রোটিয়ারা তুলে নেয় ২৪ রান। এনগারাভার এই ওভার থেকে আসে ১৭ রান।

 

View this post on Instagram

 

A post shared by cricket97 (@cricket97bd)

৩ ওভারেই পঞ্চাশ রান ছুঁয়ে ফেলে প্রোটিয়ারা। কিন্তু আবার বৃষ্টি আসায় বাধ্য হয়ে মাঠ ছাড়তে হয় দুই দলকে। ডি কক ১৮ বলে খেলে ৪৭ রানের অপরাজিত। তাকে সঙ্গ দিয়ে টেম্বা বাভুমা করেন ২ রান।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে: ৭৯/৫ (৯ ওভার) আরভিন ২, চাকাভা ৮, উইলিয়ামস ১, রাজা ০, মাধেভেরে ৩৫*, শুম্বা ১৮; এনগিডি ২/২০, নরকিয়া ১/১০, পারনেল ১/৬

দক্ষিণ আফ্রিকা: ৫১/০ (৩ ওভার) কক ৪৭*, বাভুমা ২*

ফলাফল: ম্যাচ পরিত্যক্ত। 

৯৭ ডেস্ক

Read Previous

যখন নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ও ‘বড়’

Read Next

আমাকে নিয়ে আলোচনাটা গুরুত্বপূর্ণ না: শান্ত

Total
1
Share