টি-টোয়েন্টিতে টেস্ট ম্যাচের কৌশল ব্যবহার করে সফল হলেন তাসকিন

তাসকিন ২
Vinkmag ad

নেদারল্যান্ডসের বিপক্ষে ৯ রানের জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। যেখানে বল হাতে আগুন ঝরিয়ে ম্যাচ সেরার পুরষ্কার জিতলেন পেসার তাসকিন আহমেদ। এই ডানহাতি জানালেন প্রথম ইনিংসে ডাচদের বোলিং দেখেই পরিকল্পনা ঠিক করে রাখেন, কোন লেংথে বল করবেন।

হোবার্টের বেলেরিভ স্টেডিয়ামে বাংলাদেশের ১৪৪ রানের জবাবে নেদারল্যান্ডস থেমেছে ১৩৫ রানে। কলিন অ্যাকারম্যানের ৬২ রানের ইনিংসটি বৃথা গিয়েছে।

বাংলাদেশকে শুরুতেই ম্যাচে রাখেন তাসকিন। ইনিংসের প্রথম দুই বলেই তুলে নেন উইকেট। যেকোনো বিশ্বকাপে এমন নজির এতোদিন ছিল কেবল শ্রীলঙ্কান কিংবদন্তী পেসার চামিন্সা ভাসের।

২০০৩ ওয়ানডে বিশ্বকাপে ভাস বাংলাদেশের বিপক্ষে প্রথম তিন বলেই নেন উইকেট। তাসকিন অবশ্য তিন বলে তিন উইকেট নিতে পারেননি। কিন্তু প্রথম দুই বলে নেদারল্যান্ডসের বিক্রমজিত সিং ও বাস ডি লিডের উইকেট নিয়েই হলেন ইতিহাস। ভাসের পর দ্বিতীয় বোলার হিসেবে যে গড়লেন এই কীর্তি।

শুরুর এই ধাক্কা আর সামলে উঠতে পারেনি নেদারল্যান্ডস। মাঝে দুই রান আউটে ১৫ রানেই ৪ উইকেট হারায় তারা। পথে কাটা হয়ে বিপর্যয় কাটিয়ে ডাচদের জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন অ্যাকারম্যান। শেষ পর্যন্ত তাকেও ফেরান তাসকিন, পরে নেন আরও এক উইকেট। ইনিংসে ২৫ রান খরচায় ৪ উইকেট। যা তার ক্যারিয়ার সেরাও।

ম্যাচ শেষে এই টাইগার পেসার জানালেন কি পরিকল্পনায় সফল হয়েছেন, ‘আমি মৌলিক বিষয়গুলো ঠিকঠাক মতো করার জন্য চেষ্টা করেছি। প্রথম ইনিংসে নেদারল্যান্ডসের বোলিং দেখছিলাম। ভালো মুভমেন্ট ছিল। ক্যারিও ছিল। সে জন্য আমি টেস্ট ম্যাচ লেংথে বল করেছি। দুই দিকে বল মুভ করাতে চেয়েছি। এটাই কাজে দিয়েছে।’

‘আমি চেষ্টা করেছি যে কোনো জায়গা থেকে যেন দলের জয়ে সাহায্য রাখতে পারি।
বোলিংয়ের সময় আমার কবজির অবস্থান ভালো হচ্ছে। আমি দুই দিকেই বল মুভ করাতে পারি। আমি উন্নতিতে মনোযোগ দিচ্ছি। আমি বিশ্বমানের বোলার হতে চাই।’

এদিকে এই জয়ে ১৫ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে ম্যাচ জিতলো বাংলাদেশ। এই জয়ে অবদান রাখতে পেরে বেশ আনন্দিত তাসকিন।

‘এই জয়টা আমাদের খুব দরকার ছিল। দল হিসেবে আমরা খুবই ভালো খেলেছি। আমি নিজে অবদান রাখতে পেরেছি। ভালো লেগেছে।’

৯৭ প্রতিবেদক

Read Previous

চামিন্দা ভাসের সঙ্গে রেকর্ড ভাগ করলেন তাসকিন

Read Next

দলের কথা ভেবে হ্যাটট্রিকের লোভ সামলেছেন তাসকিন

Total
5
Share