

বিশ্বকাপ ইনিংসের প্রথম ২ বলে উইকেট নিয়ে নতুন এক কীর্তি গড়লেন তাসকিন আহমেদ। লঙ্কান গ্রেট চামিন্দা ভাসের সঙ্গে করলেন রেকর্ড ভাগ।
অস্ট্রেলিয়ার হোবার্টে নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচেই তাসকিন শুরুর দুই বলে নেন দুই উইকেট। বিক্রমজিত সিং ও বাস ডি লিডের উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে এনে দেন দারুণ এক মুহূর্ত।
আর তাতেই তাসকিন আহমেদ বসলেন লঙ্কান গ্রেট চামিন্দা ভাসের সঙ্গে। ২০০৩ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে চামিন্দা শুরুর দুই বলে তুলে নেন উইকেট। ৩য় বলেও আউট করেন, যথাক্রমে ফেরেন হান্নান সরকার, মোহাম্মদ আশরাফুল এবং এহসানুল হক।
এবার তাসকিন উদযাপনে মেতে মনে করালেন ২০০৩ এর বাংলাদেশের সেই দুঃসহ স্মৃতি।
তাসকিনের গতি আর বাউন্সেই কুপোকাত নেদারল্যান্ডসের ব্যাটিং লাইন। ২৫ রান খরচায় এই স্পিডস্টার দখলে নেন ৪ উইকেট। ৯ রানের রোমাঞ্চকর জয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের।
বিশ্বকাপ ইনিংসের প্রথম ২ বলে উইকেট নিয়েছেন যারা:
চামিন্দা ভাস🇱🇰 বনাম বাংলাদেশ, ২০০৩ (ওয়ানডে বিশ্বকাপ)
তাসকিন আহমেদ🇧🇩 বনাম নেদারল্যান্ডস, ২০২২ (টি-টোয়েন্টি বিশ্বকাপ)