

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করছে সাকিব আল হাসানের দল। সাকিব জানালেন তার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ দলের জন্য। প্রশংসায় ভাসালেন পেস বোলিং ইউনিটকে। সবশেষে সাকিবের চাওয়া কেবল জয়, এবং সবাই যেনো ভালো পারফর্ম করে।
বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান টস করতে এসে বলেন,
‘আমরা হোবার্টে দেরি করে এসেছি, কিন্তু নিউজিল্যান্ডে আমাদের প্রস্তুতি খুব ভালো ছিল। আমরা একটি ভাল প্রস্তুত দল, তবে শুধু নিজেদের দিনে পারফর্ম করতে হবে।’
দলের পেসারদের প্রশংসায় ভাসালেন সাকিব। বললেন, স্কোয়াডের মধ্যে সবচেয়ে উন্নতি করছে পেস বোলিং ইউনিট। মুস্তাফিজ-তাসকিন-হাসান মাহমুদের নিয়ে বেশ আশাবাদী অধিনায়ক,
‘ফাস্ট বোলিং গ্রুপ আমাদের স্কোয়াডের মধ্যে সবচেয়ে উন্নত, তারা গত তিন-চার বছরে সত্যিই ভালো করছে। আমি আশাবাদী তারা ভালো করবে।’
সাকিবকে প্রশ্ন করা হয়; আপনার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ?
‘এটা খুবই গুরুত্বপূর্ণ। শুধু পারফরম্যান্স নয় কিন্তু আমি দলকে গাইড করি। অনেক তরুণ খেলোয়াড় আছে যারা সিনিয়রদের দিকে তাকাবে, কিন্তু সবশেষে আজকে জয়ের জন্য আমাদের সবাইকে সমানভাবে ভালো পারফর্ম করতে হবে।’