

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এর খেলা শুরু হয়েছে আগে থেকেই। তবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু আজ। হোবার্টের বেলারিভ ওভালে ১ম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস।
টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস।
হোবার্টে আজ আছে বৃষ্টির শঙ্কা, আকাশে মেঘের আনাগোনা। তাই শুরুতে বোলারদের সুবিধা দিতেই আগে বোলিং নিয়েছে নেদারল্যান্ডস।
বাংলাদেশ একাদশ-
সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, ইয়াসির আলি রাব্বি, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।
নেদারল্যান্ডস একাদশ-
ম্যাক্স ও’দাউদ, বিক্রমজিত সিং, ব্যাস ডি লিড, টম কুপার, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক, উইকেটরক্ষক), টিম প্রিঙ্গল, লোগান ভ্যান বিক, শারিজ আহমেদ, ফ্রেড ক্লাসেন, পল ভ্যান মেকেরেন।