‘বাংলাদেশের বিপক্ষে জেতাটা দারুণ ব্যাপার’

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিশ্চিত করল নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ে
Vinkmag ad

নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ ফিয়ে আগামীকাল (২৪ অক্টোবর) টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। ম্যাচে টাইগাররা হয়তো ফেভারিট হয়েই মাঠে নামবে। তবে নেদারল্যান্ডসের অভিজ্ঞ ক্রিকেটার টম কুপার বলছেন তারা লড়াই কর‍তে এসেছেন। বাংলাদেশের বিপক্ষে জয় পেলে সেটা হবে দারুণ কিছু।

এর আগে দুই দল তিনবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে। যেখানে বাংলাদেশের দুই জয়ের বিপরীতে নেদারল্যান্ডসের এক জয়। ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ মুখোমুখি হয়, যে ম্যাচে দারুণ লড়াই করেও ৮ রানে হারে ডাচরা।

এবার বাছাই পর্ব উতরে ‘এ’ গ্রুপের রানার আপ হয়ে বাংলাদেশের সঙ্গী হয়েছে নেদারল্যান্ডস। আজ (২৩ অক্টোবর) ম্যাচ পূর্ববর্তী দিনের আনুষ্ঠানিক সংবা সম্মেলনে নেদারল্যান্ডসের প্রতিনিধি হয়ে আসা টম কুপার জানালেন নিজেদের আশার কথা।

৩৫ বছর বয়সী এই ডাচ বলেন,

‘আমরা এই টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বীতা করতে এসেছি। শেষদিন ভাগ্য আমাদের সহায় ছিল। কিন্তু এখন সুপার টুয়েলভে আমরা লড়াই করতে চাই। আশা করি আগামীকাল ভালো শুরু করতে পারবো।’

বাংলাদেশকে ভয়ংকর প্রতিপক্ষ উল্লেখ করে কুপার যোগ করেন, ‘তারা ভয়ংকর দল। টি-টোয়েন্টিতে যে কেউ যে কাউকে হারিয়ে দিতে পারে। তাদের অতীত রেকর্ডের দিকে আমরা খুব বেশি দেখছি না।’

‘বাংলাদেশের দিনে তারা যে কাউকে হারাতে পারে। অতীতে তাদের সঙ্গে কিছু ক্লোজ ম্যাচ হয়েছে, বাংলাদেশের সঙ্গে লড়াই করা ও একটা জয় পাওয়া হবে দারুণ ব্যাপার।’

এর আগে তিনবারের দেখায় এক জয় পাওয়া নেদারল্যান্ডস আগামীকালও যদি বাংলাদেশকে হারায় তবে সেটি অঘটন হবে না বলে দাবি কুপারের।

‘আপনারা এটাকে আপসেট ভাবছেন কিন্তু আমরা সেভাবে দেখছছি না। এখানে এসেছি লড়াই করতে। অতীতে তাদের সঙ্গে ক্লোজ ম্যাচ আছে। বাংলাদেশকে হারাতে না পারার কোন কারণ দেখছি না।’

৯৭ প্রতিবেদক

Read Previous

রোহিতকে টপকে শীর্ষে কিং কোহলি

Read Next

আত্মজীবনীতে ডু প্লেসিস লিখলেন ‘অজানা সব কথা’

Total
1
Share