

আজ (১৬ অক্টোবর) শুরু হয়েছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২। অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টির বিশ্ব আসর গোটা বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা দেখবে সরাসরি সম্প্রচারে। যেখানে ভক্ত-সমর্থকদের জন্য খেলা উপভোগ্য করে তুলবেন ধারাভাষ্যকাররা।
বিশ্বের জনপ্রিয় ক্রিকেট ধারাভাষ্যকারদের নিয়ে আইসিসি গড়েছে তারকাখচিত কমেন্ট্রি প্যানেল।
১৬ দলের এই টুর্নামেন্টে ধারাভাষ্য দিবেন সাম্প্রতিক সময়ে অবসর নেওয়া এউইন মরগান, প্রিস্টন মোমসেন, ডেল স্টেইন, নায়াল ও ব্রায়েনরা।
মোট ২৯ জন ধারাভাষ্যকার ধারভাষ্য দিবেন এবারের আসরে। যেখানে মেল জোন্স, ইশা গুহা ও নাটালি জার্মানোস আছেন নারী ধারাভাষ্যকার হিসাবে।
What an elite commentary line-up for #T20WorldCup 2022 😍
Details 👉 https://t.co/sCOReFrnTH pic.twitter.com/CuTJlwBeOk
— ICC (@ICC) October 16, 2022
যথারীতি তারকাখচিত ধারাভাষ্যকারদের তালিকায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি আতহার আলি খান।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এর ধারাভাষ্যকারের তালিকা-
অ্যাডাম গিলক্রিস্ট, আতহার আলি খান, বাজিদ খান, ব্রায়ান মুরগাট্রয়েড, কার্লোস ব্র্যাথওয়েট, ডেল স্টেইন, ড্যানি মরিসন, ডার্ক ন্যানেস, এউইন মরগান, হার্শা ভোগলে, ইয়ান বিশপ, ইয়ান স্মিথ, ইশা গুহা, মার্ক হাওয়ার্ড, মেল জোন্স, মাইকেল অ্যাথারটন, মাইকেল ক্লার্ক, নাসের হুসাইন, নাটালি জার্মানোস, নায়াল ও’ব্রায়েন, পমি এমবাঙ্গুয়া, প্রিস্টন মোমেসেন, রবি শাস্ত্রী, রাসেল আরনল্ড, স্যামুয়েল বাদ্রি, শেন ওয়াটসন, শন পোলক, সাইমন ডুল ও সুনীল গাভাস্কার।