

গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ একটি নতুন দল নিয়ে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ মিশনে। তবে নেতৃত্বে রয়েছেন অভিজ্ঞ সাকিব আল হাসান। বিশ্বকাপ শুরু আগের দিন ১৬ দেশের মতো বাংলাদেশেরও একটি সম্ভাব্য প্রাথমিক একাদশ বেছে নেয় আইসিসি।
আইসিসি মনে করছে, অস্ট্রেলিয়ান কন্ডিশনে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ এবং শরিফুল ইসলাম সহ বাকিরা চমক সৃষ্টি করার জন্য মুখিয়ে থাকবেন।
ব্যাটিংয়ে টপ থ্রি’তে আইসিসি বেছে নেয়, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সৌম্য সরকারকে। নুরুল হাসান সোহানকে একাদশে না রাখায় স্বাভাবিকভাবেই উইকেটকিপিংয়ের দায়িত্ব ওঠে লিটনের কাঁধে।
চারে রাখা হয়েছে, অধিনায়ক সাকিব আল হাসানকে। এরপরের দুই পজিশনে আফিফ হোসেন ধ্রুব ও ইয়াসির আলি চৌধুরীর নাম। এই শেষ হল ব্যাটিং লাইন।
অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে স্পিন সামলাবেন নাসুম আহমেদ।
৪ জন পেসারকে একাদশে রেখেছে আইসিসি- অভিজ্ঞ মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের সঙ্গী হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটকিপার), সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, ইয়াসির আলি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলাম।