

সম্প্রতি বিসিসিআই সভাপতি পদ থেকে সরে দাঁড়াতে হয়েছে সৌরভ গাঙ্গুলিকে। এবার জানা গেল নতুন খবর, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (সিএবি) সভাপতির পদের জন্য লড়বেন সৌরভ।
সৌরভ গাঙ্গুলি নিজেই জানালেন, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (সিএবি) প্রেসিডেন্ট পদে দাঁড়াচ্ছেন তিনি।
৩১ অক্টোবর সিএবি এর বার্ষিক সাধারণ সভা। এর আগে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২২ অক্টোবর।
তবে ১৮ তারিখ বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভার দিন পর্যন্ত অপেক্ষা করছেন।
প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি এবং সেক্রেটারি জয় শাহর মেয়াদ শেষের পর নতুন করে গঠন হতে চলছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই নতুন সেট আপের প্রধান বিশ্বকাপজয়ী তারকা রজার বিনি হতে চলেছেন সেটাও নিশ্চিত হয়ে গিয়েছে।