

দক্ষিণ কোরিয়া আজ অফিসিয়াল আন্তর্জাতিক টি-টোয়েন্টি স্ট্যাটাস সহ তাদের প্রথম ম্যাচ খেলেছে। স্বাভাবিকভাবেই একাদশের সবার হয়েছে আজ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক।
দক্ষিণ কোরিয়ার জার্সিতে আজ প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ইতিহাস তৈরি করা ক্রিকেটাররা হলেন, আমির লাল, আলম নাকাশ, এএন হায়োবিওম, আসিফ ইকবাল, ইকবাল মুদাসসির, জুন হিউনউ, কিম ডেইওন, কুলদীপ গুর্জার, লি হোয়ানহি, রাজা শোয়েব এবং সানা উল্লাহ।
তবে ঐতিহাসিক এই ম্যাচে জাপানের বিপক্ষে দলটি হারে ৪৮ রানে। জাপানের করা ২১৮ রান টপকাতে নেমে ১৭০ এ থামে দক্ষিণ কোরিয়ার ইনিংস।
কেনডেল কান্দোয়াকি-ফ্লেমিং জাপানের হয়ে টি-টোয়েন্টি সেঞ্চুরি করা প্রথম খেলোয়াড়। পূর্ব এশিয়া-প্যাসিফিক বাছাইপর্বে আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৪৬ বলে খেলেন ১১৪ রানের ইনিংস।
একই দিনে দক্ষিণ কোরিয়া আরও একটি ম্যাচ খেলে ইন্দোনেশিয়ার বিপক্ষে। সে ম্যাচেও তারা পরাজিত হয় ৬৪ রানের ব্যবধানে।
২০১৪ সালে কোরিয়া ইনচিওনে এশিয়ান গেমসের আয়োজন করেছিল এবং কোয়ার্টার ফাইনালে উঠেছিল। কিন্তু শ্রীলঙ্কার কাছে হেরে বিদায় নেয় স্বাগতিকরা। এবং এখানেই কোরিয়া ক্রিকেট বিশ্বকে দেখিয়েছিল যে তারা এশিয়ান অঞ্চলে একটি ক্রমবর্ধমান শক্তি এবং ক্রিকেট অঙ্গনে তাদের দক্ষতা প্রদর্শন করবে।