

১৪ বছর পর নারী এশিয়া কাপের ফাইনাল খেলতে নেমেছে শ্রীলঙ্কা। তবে এই ইভেন্টের সবচেয়ে সফল দল ভারতের বিপক্ষে আগে ব্যাট করে অধরা শিরোপা ঘরে তোলার পথে ব্যাটিংটা ভালো হয়নি তাদের। এর আগে ৬ বার শিরোপা জেতা ভারতের জন্য আরও এক শিরোপার পথ সহজই থাকলো।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ভারতের সামনে দাঁড়াতেই পারেনি লঙ্কান নারীরা। ৯ উইকেটে তুলতে পারেনি ৬৫ রানের বেশি।
ইনিংসের তৃতীয় ওভারে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। অধিনায়ক চামারি আত্তাপাতু ফিরেছেন ১২ বলে ৬ রান করে, রান আউটে। পরের ওভারে আক্রমণে এসে পেসার রেনুকা সিং ছন্দে রাখেন ভারতকে। এক রান আউট সহ ঐ ওভারে শ্রীলঙ্কা উইকেট হারায় তিনটি।
রেনুকার সাথে এরপর উইকেট শিকারে যোগ দেন রাজেশ্বরী গায়কোয়াড়, স্নেহ রানারা। আর তাতে চোখ রাঙাচ্ছিল আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজেদের সর্বনিম্ন রানের রেকর্ড। ৩২ রানের ৮ উইকেট হারানোর পর দলকে ৫০ পেরোনো সংগ্রহ এনে দেন ৭ নম্বরে নামা ওসাধি রানাসিংয়ে (২০ বলে ১৩) ও ১০ নম্বরে নামা ইনোকা রনভীরা (২২ বলে ১৮*)।
এই দুজন ছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্কই ছুঁতে পারেনি।
শেষ পর্যন্ত সর্বনিম্ন এড়ানো গেছে ঠিকই। তবে আজকের ৬৫ রান তাদের চতুর্থ সর্বনিম্ন দলীয় সংগ্রহ।
ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট রেনুকা সিংয়ের, ২ টি করে উইকেট নেন রাজেশ্বরী গায়কোয়াড় ও স্নেহ রানা।