

আগামীকাল (১৬ অক্টোবর) থেকে শুরু হচ্ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২। এর আগে ১৫ অক্টোবর মেলবোর্নে ১৬ দলের অধিনায়ক এক হয়েছিলেন। ১৯১, কলিন্স স্ট্রিট মেলবোর্নের প্লাজা বলরুমে বাবর আজমের জন্য অপেক্ষা করছিল বিশেষ মুহূর্ত।
আজই ২৮ বছর পূর্ণ হল বাবর আজমের। সংবাদ সম্মেলনের শেষদিকে বাবর আজমের জন্য জন্মদিনের কেক নিয়ে হাজির হন অ্যারন ফিঞ্চ।
Aaron Finch presents Babar Azam with a birthday cake 🎂
📹: ICC | #T20WorldCup pic.twitter.com/FwduQV1fAp
— Grassroots Cricket (@grassrootscric) October 15, 2022
পরে সেই কেক বাবর আজম কাটেন বাকি সব অধিনায়কের উপস্থিতিতে। যা পাকিস্তান ক্রিকেট তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে।
Special guests for the birthday of 🇵🇰 ©️! 🎊😊
We invited all the team captains at the @T20WorldCup to celebrate Babar Azam’s birthday 🎂🙌 pic.twitter.com/WZFzYXywsO
— Pakistan Cricket (@TheRealPCB) October 15, 2022
Happy birthday @babarazam258 🎂
That cake looks good! 😋#T20WorldCup pic.twitter.com/1LmCxYSNta
— T20 World Cup (@T20WorldCup) October 15, 2022