প্রোটিয়াদের লজ্জার হার উপহার দিয়ে ভারতের সিরিজ জয়

2c71e26327c70eb553eac8b108fddfc31665493154210507 original
Vinkmag ad

সিরিজের নির্ধারক ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স ভারতের। দিল্লির ফিরোজ শাহ কোটলায় কুলদীপ-সুন্দরদের স্পিন বিষে নীল হয়ে ব্যাটিং বিপর্যয় দক্ষিণ আফ্রিকার। তৃতীয় ও শেষ ওয়ানডেতে ভারতের বিরুদ্ধে মাত্র ৯৯ রানে অল-আউট হয়ে গেল প্রোটিয়ারা। ৩০ ওভারের বেশি হাতে রেখেই ভারতের জয় ৭ উইকেটে। সঙ্গে জিতল সিরিজও।

কেবল ১৮ রান খরচায় ৪ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে ধ্বংসস্তূপে পরিণত করা কুলদীপ যাদব পেলেন ম্যাচ সেরার পুরস্কার। সিরিজজুড়ে পাঁচ উইকেট শিকার করা মোহাম্মদ সিরাজের হাতে ওঠল সিরিজ সেরার পুরস্কার।

সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে প্রোটিয়াদের লজ্জার হার উপহার দিয়ে ভারত সিরিজ জিতল ২-১ ব্যবধানে।

কুলদীপ যাদব, ওয়াশিটন সুন্দর ও শাহবাজ আহমেদের ঘূর্ণিতে দুই অংকেই শেষ দক্ষিণ আফ্রিকা। বাভুমা, কেশব মহারাজের অনুপস্থিতিতে ডেভিড মিলারের নেতৃত্বে দিল্লিতে দিশেহারা প্রোটিয়ারা ব্যাটাররা। মাত্র তিনজন ব্যাটার কেবল পৌঁছান দুই অংকের ঘরে।

হেনরিখ ক্লাসেন (৩৪) ছাড়া কেউ দাঁড়াতেই পারেননি। কুলদীপ যাদব ১৮ রান দিয়ে দখলে নেন ৪ উইকেট। এছাড়া ওয়াশিংটন সুন্দর ১৫ রান দিয়ে দুটি ও শাহবাজ আহমেদ ৩২ রান দিয়ে ২টি উইকেট নেন।

১০০ রানের সহজ টার্গেট টপকাতে নেমে এদিনও ব্যাট হাতে সাফল্য পাননি শিখর ধাওয়ান। মাত্র আট রানে রান আউট হয়ে সাজঘরে ফেরেন অধিনায়ক ধাওয়ান। গত ম্যাচে ৯৩ রান করা ঈশান কিষানও ১০ রানের বেশি করতে পারেননি। তবে উইকেটের অন্য প্রান্ত আগলে ছিলেন শুভমান গিল।

তবে ১ রানের আক্ষেপে পুড়েন গিল। লুঙ্গি এনগিডির বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ৪৯ রানে থামে গিলের ইনিংস। ইনফর্ম শ্রেয়াস আইয়ার এরপর সাঞ্জু স্যামসনকে নিয়ে ভারতের জয় নিশ্চিত করেন। শ্রেয়াস ছক্কা হাঁকিয়ে ভারতকে জেতান। তিনি ২৮ রানে অপরাজিত থাকেন। স্যামসন দুই রান করেন। ভারত ১৮৫ বল বাকি থাকতেই ৭ উইকেটে ম্যাচ জিতে নেয়।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা:  ৯৯/১০ (২৭.১ ওভার) মালান ১৫, ডি কক ৬, হেনড্রিক্স ৩, মার্করাম ৯, ক্লাসেন ৩৪, মিলার ৭, ফেলুকওয়ায়ো ৫, জানসেন ১৪; সুন্দর ৪-০-১৫-২, সিরাজ ৫-০-১৭-২, শাহবাজ ৭-০-৩২-২, কুলদীপ ৪.১-১-১৮-৪

ভারত: ১০৫/৩ (১৯.১ ওভার) ধাওয়ান ৮, গিল ৪৯, কিষান ১০, শ্রেয়াস ২৮*, স্যামসন ২*; এনগিডি ৫-০-২১-১, ফর্টুইন ৪-১-২০-১

ফলাফল: ভারত ৭ উইকেটে জয়ী

সিরিজ: তিন ম্যাচের সিরিজ ২-১-এ জয়ী ভারত

ম্যাচ সেরা: কুলদীপ যাদব (ভারত)।

সিরিজ সেরা: মোহাম্মদ সিরাজ (ভারত)।

৯৭ ডেস্ক

Read Previous

বাংলাদেশকে ছাড়া এশিয়া কাপের বাকি পথ, মন খারাপ আতহার আলির

Read Next

বাংলাদেশ একাদশে সৌম্য, এবাদত

Total
2
Share