

রাইলি রুশোর টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে সান্ত্বনামূলক জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ভারতকে তারা হারিয়েছে ৪৯ রানের ব্যবধানে। ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করেছে স্বাগতিক ভারত।
টসে হেরেও প্রথম ব্যাটিং পায় প্রোটিয়ারা। ওপেনার কুইন্টন ডি কক হাফ সেঞ্চুরি করেছেন সাবলীলভাবে। তিনে নামা রুশোর সাথে ৯০ রানের জুটিও হয় তার। ৬৮ রান করেন তিনি।
তবে আসল খেলাটা খেলেন রুশোই। শুরু থেকে চড়াও হয়ে খেলেতে দেখা যায় রুশোকে। শেষ পর্যন্ত টিকে থেকে সেঞ্চুরিও আদায় করে নিয়েছেন তিনি। ৪৮ বলে ৭ চার ও ৮ ছক্কায় ১০০ রান করে অপরাজিত থাকেন তিনি।
৩ উইকেটে ২২৭ রানের বড় সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। স্টাবস ২৩* এবং মিলার ১৯* রান করেন।
জবাবে ব্যাটিংয়ে নেমে দীনেশ কার্তিক ছাড়া ভারতের আর কোন ব্যাটসম্যান আশানুরূপ পারফরম্যান্স প্রদর্শন করতে পারেননি। ৯ বল বাকি থাকতে ১৭৮ রানে আটকে যায় ভারতের ইনিংস।
কার্তিক ২১ বলে ৪ট করে চার ও ছক্কা হাকিয়ে ৪৬ রান করেন। দীপক চাহার ৩১ ও ঋষভ পান্ট ২৭ রান করেন।
প্রোটিয়াদের পক্ষে ডোয়াইন প্রিটোরিয়াস ৩টি এবং কেশব মহারাজ, ওয়েইন পারনেল, এনগিডি ২টি করে উইকেট নেন।
ম্যাচ সেরার পুরস্কার পান রুশো।
সংক্ষিপ্ত স্কোরঃ
দক্ষিণ আফ্রিকাঃ ২২৭/৩ (২০) ডি কক ৬৮, বাভুমা ৩, রুশো ১০০*, স্টাবস ২৩, মিলার ১৯*; দীপক ৪-০-৪৮-১, উমেশ ৩-০-৩৪-১
ভারতঃ ১৭৮/১০ (১৮.৩) রোহিত ০, পান্ট ২৭, শ্রেয়াস ১, কার্তিক ৪৬, সুরিয়া ৮, আক্সার ৯, হারশাল ১৭, অশ্বিন ২, দীপক ৩১, উমেশ ২০*, সিরাজ ৫; রাবাদা ৪-০-২৪-১, পারনেল ৪-০-৪১-২, এনগিডি ৩-০-৫১-২, মহারাজ ৪-০-৩৪-২, প্রিটোরিয়াস ৩.৩-০-২৬-৩
ফলাফলঃ দক্ষিণ আফ্রিকা ৪৯ রানে জয়ী।
ম্যাচ সেরাঃ রাইলি রুশো (দক্ষিণ আফ্রিকা)।