

নিউমোনিয়া নিয়ে হাসপাতালে, এরপর করোনাভাইরাসেও আক্রান্ত হলেন পাকিস্তানের নাসিম শাহ। তার ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে চলমান টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গিয়েছেন এই তারকা পেসার।
ইংল্যান্ড সিরিজের মাঝপথে ধাক্কা পাকিস্তান শিবিরে। করোনা আক্রান্ত হয়ে গোটা সিরিজ থেকেই ছিটকে গেলেন নাসিম শাহ। বৃহস্পতিবার রাতেই জানা যায় যে নাসিম শাহর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মেডিকেল প্যানেল এই তারকা পেসারকে সর্বক্ষণ পর্যবেক্ষণ করছে।
লাহোরে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচের আগে নিউমোনিয়া ধরা পড়েছিল নাসিমের। হাসপাতালে অসুস্থ নাসিমের করোনা পরীক্ষা হলে তার রিপোর্ট পজেটিভ আসে। করোনা হওয়ায় তাঁকে এখন আইসোলশনে থাকতে হবে।
৭ অক্টোবর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ দিয়ে নিউজিল্যান্ডে শুরু হবে ত্রি-দেশীয় সিরিজ। এ ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা নাসিম শাহ’র, যদি পুরোপুরিভাবে ফিট হয়ে ওঠেন।
পাকিস্তানের জার্সিতে এখন পর্যন্ত ১৩টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৬ টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন নাসিম।