

হোম সিরিজে ডু-অর-ডাই পরিস্থিতিতে রোমাঞ্চকর জয় পেয়েছে ভারত। কার্টেল ওভারের ম্যাচে অ্যারন ফিঞ্চ আর ম্যাথু ওয়েডের বিধ্বংসী ব্যাটিংয়ে ৮ ওভারে ৯০ রান তুলে সফরকারীরা। ৪৮ বলের ম্যাচে ৪ বল বাকি থাকতেই ৬ উইকেটের জয়ে সিরিজের সমতা ফেরালো রোহিত শর্মার দল।
নাগপুরে গত দু’দিনের বৃষ্টির জন্য দ্বিতীয় টি-টোয়েন্টির আউটফিল্ড একটু ভিজে থাকায় পিছিয়ে যায় টসের সময়। সাড়ে সাতটার ম্যাচ শুরু হয় রাত ৯টা ৩০ মিনিটে। আম্পায়াররা সিদ্ধান্ত জানান, খেলা হবে ৮ ওভার প্রতি ইনিংসে। পাওয়ার প্লে ২ ওভারের। একজন বোলার সর্বাধিক ২ ওভার বল করতে পারবে। সুতরাং, ৪ জন বোলারেই ইনিংস শেষ করা যাবে।
টস জিতে অস্ট্রেলিয়াকে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান রোহিত শর্মা। উমেশ যাদব, ভুবনেশ্বর কুমারের বদলে সেরা একাদশে জাসপ্রীত বুমরাহ, রিশাভ পান্ট। দ্বিতীয় ওভারের প্রথম বলে ক্যামেরন গ্রিনের ক্যাচ ছাড়লেও তৃতীয় বলে তাঁকে রান-আউট করেন কোহলি। ৪ বলে ৫ রান করে মাঠ ছাড়েন গ্রিন। আক্সার প্যাটেলের এই ওভারের শেষ বলে গোল্ডেন ডাক হয়ে ফেরেন গ্লেন ম্যাক্সওয়েল। স্কোরবোর্ডে ১৯ রান ওঠতেই অজিদের নেই দুই উইকেট।
ব্যাট হাতে ব্যর্থ টিম ডেভিড। আক্সার প্যাটেল নিজের পরের ওভারের প্রথম বলেই ডেভিডকে করেন বোল্ড। ডেভিড তাঁর অভিষেক ম্যাচে ১৪ বলে ১৮ রান, আজ করেন ৩ বলে ২ রান। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে জাসপ্রীত বুমরাহ তুলে নেন সেট ওপেনার অ্যারন ফিঞ্চকে। বোল্ড হওয়ার ১৫ বলে ৩১ রান করেন তিনি।
এরপর দলকে টেনে নিয়ে যান ম্যাথু ওয়েড ও স্টিভ স্মিথ। প্রথম ম্যাচের মতো এদিনও ঝলসে ওঠে ওয়েডের ব্যাট। হারশাল প্যাটেলের করা শেষ ওভারের দ্বিতীয়, চতুর্থ ও পঞ্চম বলে তিনটি ছক্কা মারেন ওয়েড। শেষ বলে রান আউটে কাটা পড়েন স্মিথ (৮)। ২০ বলে ৪৩ রান করে অপরাজিত ওয়েড। অস্ট্রেলিয়া নির্ধারিত ৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯০ রান সংগ্রহ করেছে।
লক্ষ্য তাড়ায় নেমে শুরুর ওভারেই রোহিত, রাহুলের ব্যাটে তান্ডব! তিন ছক্কায় হ্যাজেলউড হজম করেন ২০ রান। ইনিংসের তৃতীয় ওভারে অ্যাডাম জাম্পাকে এনে ব্রেকথ্রু পায় অস্ট্রেলিয়া। ব্যক্তিগত ১০ রানে বোল্ড হন লোকেশ রাহুল।
বাউন্ডারি খেয়ে নিজের দ্বিতীয় ওভার শুরু করা জাম্পা পরপর দুই বলে তুলে নেন কোহলি ও সুরিয়াকুমারের উইকেট। কোহলি বোল্ড হন ১১ রানে, গোল্ডেন ডাক ফেরেন সুরিয়াকুমার যাদব। হার্দিক দৌড়ে একরান নিয়ে জাম্পার হ্যাটট্রিকের আশা থামিয়ে দেন।
এদিন ইনিংস এগিয়ে নিতে পারেননি হার্দিক পান্ডিয়া। প্যাট কামিন্সের শিকার হয়ে সাজঘরে যান ৯ রানে। মরণ-বাঁচন ম্যাচে অধিনায়ক রোহিত শর্মা ব্যাট হাতে চালিয়েছেন তান্ডব! শেষ ওভারের প্রথম ২ বলে ১০ নিয়ে জয় নিশ্চিত করেন দীনেশ কার্তিক। আর রোহিত অপরাজিত থাকেন ৪৬ রানে। ২০ বলে ৪টি করে চার ও ছয়ে সাজানো এই ইনিংস।
৪ বল হাতে রেখেই ভারত পায় ৬ উইকেটের রোমাঞ্চকর জয়। আর তাতেই সিরিজ ফিরল ১-১ সমতায়।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ৯০/৫ (৮ ওভার) ফিঞ্চ ৩১, গ্রিন ৫, ম্যাক্সওয়েল ০, টিম ২, ওয়েড ৪৩*, স্মিথ ৮; আক্সার ২/১৩, বুমরাহ ১/২৩
ভারত: ৯২/৪ (৭.২ ওভার) রাহুল ১০, রোহিত ৪৬*, কোহলি ১১, সুরিয়াকুমার ০, হার্দিক ৯, কার্তিক ১০*; জাম্পা ৩/১৬, কামিন্স ১/২৩
ফলাফল: ভারত ৬ উইকেটে জয়ী
সিরিজ: ১-১ এ সমতায়।