বেশ কিছু পরিবর্তন নিয়ে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

এনসিএলের শিরোপা জিতল ঢাকা, খুলনার অবনমন
Vinkmag ad

আগামী ১০ অক্টোবর থেকে মাঠে গড়াবে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) এবারের আসর। বেশ ইতিবাচক কিছু পরিবর্তন নিয়েই টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে বাড়ছে ক্রিকেটারদের ম্যাচ ফি, প্রাইজমানি। শৃঙ্খলা ইস্যুতে কড়াকড়ি আরোপে যুক্ত হচ্ছে ডিমেরিট পয়েন্ট।

টুর্নামেন্ট কমিটির সর্বশেষ সভায় পরিবর্তিত বিষয়গুলো চূড়ান্ত হয়েছে। এবারের টুর্নামেন্ট ১০ অক্টোবর শুরু হয়ে শেষ হবে ১৭ নভেম্বর। ৩৭ দিনের টুর্নামেন্টে প্রতি রাউন্ড শেষে থাকছে ৩ দিনের বিরতি।

এবারের আসরে ভেন্যু বেড়ে হচ্ছে ৯ টি। যেখানে রাজশাহী ও বগুড়ার উইকেট হবে পেসারদের জন্য সহায়ক। আগের মৌসুমে উইকেটে ৬ মিলিমিটার ঘাস থাকলেও এবার আরও ২ মিলিমিটার বাড়ানো হবে।

অন্যদিকে এবারই প্রথম লাল ডিউক বলে খেলা আয়োজন করবে বিসিবি। ইতোমধ্যে ইংল্যান্ড থেকে ডিউক বল আনাও হয়েছে। চ্যাম্পিয়ন দলের জন্য প্রাইজমানি ১০ লাখ টাকা থেকে বাড়িয়ে ৩০ লাখ করা হয়েছে।

সবচেয়ে বড় সংযোজন বলা হচ্ছে ডিমেরিট পয়েন্টকে। এনসিএলের সাথে বিসিএলেও (বাংলাদেশ ক্রিকেট লিগ) ডিমেরিট পয়েন্ট বিবেচনায় রাখা হবে। ফলে এক বছরের মধ্যে ৩-৮ ডিমেরিট পাওয়া ক্রিকেটার ঘরোয়া লিগের পরের যেকোনো একটি ম্যাচ নিষিদ্ধ হবেন।

এনসিএল সামনে রেখে ইতোমধ্যে বিভাগীয় দলগুলো নিজেদের মতো প্রস্তুতি শুরু করেছে। আগামী ২৫-২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ইয়ো ইয়ো টেস্ট।

ক্রিকেট৯৭‘ কে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘এনসিএল সামনে রেখে আমরা দুইদিন ইয়ো ইয়ো টেস্ট নিব। আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর মিরপুরে এই ফিটনেস টেস্ট অনুষ্ঠিত হবে।’

৯৭ প্রতিবেদক

Read Previous

আইপিএলের নিলাম ডিসেম্বরে

Read Next

রোহিতের ব্যাটে ঝড়, সিরিজ জাগিয়ে রাখল ভারত

Total
1
Share