

অক্টোবরের প্রথম সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ ‘এ’ দলকে আতিথেয়তা দেওয়ার কথা ছিল আফগানিস্তানের। তবে নিজেদের অপারগতার কথা জানিয়ে সিরিজটি আপাতত স্থগিত করেছে তারা। যদিও এই ফাঁকা সময় অন্যভাবে কাজে লাগাচ্ছে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)।
২ টি চার দিনের ও ৩ টি একদিনের ম্যাচ খেলতে ভারত সফরে পাঠানো হচ্ছে ‘এ’ দলকে। সফরে চেন্নাই রাজ্য দলের সাথে ম্যাচগুলো খেলার কথা। যদিও এখনো সবকিছু চূড়ান্ত হয়নি বলছেন নির্বাচক প্যানেলের এক সদস্য।
‘ক্রিকেট৯৭’ কে তিনি বলেন,
‘হ্যাঁ সফরটি অনেকটাই গুছিয়ে এসেছে। তবে কিছু জায়গা এখনো চূড়ান্ত হয়নি। সূচি সহ বাকি ব্যাপারগুলো ঠিকঠাক হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’
এদিকে আফগানিস্তান মূলত আর্থিক সংকটের কারণেই বাংলাদেশের বিপক্ষে সিরিজটি আয়োজন করতে পারেনি বলে জানা যায়। যদিও বিসিবি থেকে আর্থিক ইস্যুটিকে এক পাশে রেখে আফগানিস্তানের অনুরোধকে ইতিবাচকভাবে দেখা হয়েছে।
উল্লেখ্য, ‘এ’ দলের হয়ে আফগানিস্তানের বিপক্ষে চার দিনের ম্যাচে মুমিনুল হক, সাদমান ইসলাম, মোহাম্মদ মিঠুনদের খেলার কথা ছিল। তবে ভারত সফরের সময়টাতে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) শুরু হয়ে যাবে বলে কাদের নিয়ে দল গড়া হবে সেটাই দেখার অপেক্ষা।