

এশিয়া কাপ থেকে মূল সমালোচনা শুরু, দলীয় ব্যর্থতা, বাবর আজমের রানখরা নিয়ে বাবর-রিজওয়ান জুটির কার্যকারিতে নিয়ে প্রশ্ন উঠেছিল ভালোভাবেই। সেই প্রশ্ন ডালপালা মেলতে শুরু করার আগে অবশ্য পারফরম্যান্স দিয়েই তা বন্ধ করলেন দুজন।
করাচিতে ইংল্যান্ডের বিপক্ষে ২য় টি-টোয়েন্টিতে ১০ উইকেটে জেতা ম্যাচে বাবর আজম করেন সেঞ্চুরি, মোহাম্মদ রিজওয়ান অপরাজিত থাকেন ৮৮ রান করে। দুজনের অবিচ্ছেদ্য ২০৩ রানের জুটি ভেঙেছে অনেক রেকর্ড।
এরপর থেকে প্রশংসার বন্যায় ভাসছেন দুজন। সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসাইন লিখেছেন যদি মনে হয় বাবর ও রিজওয়ান সমস্যা তাহলে গেল কয়েক বছরে আপনি ক্রিকেট দেখেননি।
If you think Babar and Rizwan have been the problem… you really haven’t been watching the last couple of years !!
— Nasser Hussain (@nassercricket) September 22, 2022
ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হার্শা ভোগলে বলেছেন পাকিস্তান চেজ করতে নেমে কত ভালো দল তা আবার প্রমাণ হল। বাবর ও রিজওয়ান দারুণভাবে তাদের কাজ করেছে।
Another example today of why Pakistan is a better chasing side. This big target has unshackled Babar and Rizwan and made them play refreshingly.
— Harsha Bhogle (@bhogleharsha) September 22, 2022
ইয়ান বিশপ এই রান চেজকে বলছেন অ্যামাজিং।
Amazing run chase from Babar Azam and Mohammed Rizwan.
— Ian Raphael Bishop (@irbishi) September 22, 2022
সাবেক ইংলিশ ব্যাটার জেমস টেইলর বলছেন কোন উইকেট না হারিয়ে ২০০ রান চেজ করা! দারুণ ব্যাটিং প্রদর্শনী বিশ্বের সেরা দুই ব্যাটারের। বাবর ও রিজওয়ান রান চেজকে সুনিপুনভাবে শেষ করেছে, ভালো খেলেছে পাকিস্তান।
Chasing 200 without losing a wicket 😱 What an incredible batting display by the best in the world!! Babar Azam & Mohammad Rizwan putting on an absolute exhibition tonight 🔥👏 They timed that run chase to perfection! Well played @TheRealPCB 👏 #PAKvsEng
— James Taylor (@jamestaylor20) September 22, 2022