তামিমকে পেছনে ফেলে ছুটছেন বাবর আজম

তামিমকে পেছনে ফেলে ছুটছেন বাবর আজম
Vinkmag ad

করাচিতে ইংল্যান্ডের বিপক্ষে দাপুটে এক সেঞ্চুরি করেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যেটি বাবর আজমের ২য় সেঞ্চুরি। এছাড়া টেস্টে ৭ ও ওয়ানডেতে ১৭ টি শতরানের ইনিংস আছে এই ডানহাতি ব্যাটারের।

সবমিলে আন্তর্জাতিক ক্রিকেটে বাবর আজমের সেঞ্চুরি সংখ্যা ২৬। এখনো ক্রিকেট খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে সেরা দশে আগেই ছিলেন বাবর। সেঞ্চুরি সংখ্যায় তামিম ইকবালকে পেছনে ফেলে উঠে এসেছেন ৭ নম্বরে।

৪৬৯ ম্যাচের ৫২৩ ইনিংসে ৭১ সেঞ্চুরি নিয়ে এই তালিকায় শীর্ষে আছেন ভারতের ভিরাট কোহলি। ৪৪ সেঞ্চুরি নিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা ইংল্যান্ডের জো রুট খেলেছেন ৩১৪ ম্যাচ, ব্যাট করেছেন ৪০৫ ইনিংসে। তৃতীয় স্থান অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের (৪৩), তিনি খেলেছেন ৩২৫ ম্যাচের ৪০৩ ইনিংসে।

সেরা পাচের বাকি দুই অবস্থান যথাক্রমে ভারতের রোহিত শর্মা (ম্যাচ ৪১৫, ইনিংস ৪৩২, সেঞ্চুরি ৪১) ও অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথের (ম্যাচ ২৮১, ইনিংস ৩২১, সেঞ্চুরি ৪০)।

বাবর আজমের উপরের স্থানে আছেন নিউজিল্যান্ড দলপতি কেন উইলিয়ামসন। ৩৭ টি সেঞ্চুরি করতে তিনি খেলেছেন ৩২০ ম্যাচ, ৩৭৭ ইনিংস। ২৬ টি সেঞ্চুরি করতে বাবর আজমকে খেলতে হয়েছে ২১৬ ম্যাচের ২৪২ ইনিংস।

তামিম ইকবাল ৩৭৮ ম্যাচ, ৪৩৯ ইনিংস খেলে করেছেন ২৫ টি সেঞ্চুরি। ২৪ টি সেঞ্চুরি আছে ভারতের শিখর ধাওয়ানের (২৬০ ম্যাচ, ২৭৯ ইনিংস), দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি ককের আছে ২৩ টি (২৫৫ ম্যাচ, ২৯১ ইনিংস)।

এখনো খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ সেঞ্চুরি-

৭১- ভিরাট কোহলি (ভারত)
৪৪- জো রুট (ইংল্যান্ড)
৪৩- ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)
৪১- রোহিত শর্মা (ভারত)
৪০- স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া)

৩৭- কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)
২৬- বাবর আজম (পাকিস্তান)
২৫- তামিম ইকবাল (বাংলাদেশ)
২৪- শিখর ধাওয়ান (ভারত)
২৩- কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা)।

৯৭ ডেস্ক

Read Previous

হাফেজ তাকরিমের অর্জনে গর্বিত মুশফিক

Read Next

রেকর্ড গড়া জুটি গড়ে প্রশংসায় ভাসছেন বাবর-রিজওয়ান

Total
4
Share