হাফেজ তাকরিমের অর্জনে গর্বিত মুশফিক

হাফেজ তাকরিমের অর্জনে গর্বিত মুশফিক
Vinkmag ad

আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে সৌদি আরবে। সেখানে তৃতীয় স্থান অধিকার করেছেন ১৩ বছর বয়সী বাংলাদেশী হাফেজ সালেহ আহমাদ তাকরিম।

সৌদির বাদশাহর নামে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা। পবিত্র মক্কায় এটি ছিল ৪২ তম আসর। যেখানে অংশ নেয় ১১১ টি দেশের মোট ১৫৩ জন কোরআনের হাফেজ।

তৃতীয় স্থান অর্জন করা হাফেজ সালেহ আহমাদ তাকরিম পুরস্কার হিসাবে পেয়েছেন ১ লাখ রিয়াল (প্রায় সাড়ে ২৭ লক্ষ টাকা), সনদ ও সম্মাননা।

হাফেজ সালেহ আহমাদ তাকরিমের এই অর্জনে গর্বিত হয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটার মুশফিকুর রহিম।

নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে তিনি লিখেছেন, ‘মা শা আল্লাহ, আলহামদুলিল্লাহ। ছোট্ট ভাই তোমার জন্য খুবই গর্বিত। দয়া করে আমাদের তোমার প্রার্থনায় রেখো।’

৯৭ ডেস্ক

Read Previous

বোলিংয়ে ভালো করলেও ব্যাটে রান পাচ্ছেন না সাকিব

Read Next

তামিমকে পেছনে ফেলে ছুটছেন বাবর আজম

Total
7
Share