

আজ ভোরে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে নিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমে সাকিব আল হাসান দলের হয়ে জয় পেয়েছেন, বল হাতে পেয়েছেন উইকেটও, কিন্তু রানের খাতা খুলতে পারেননি এদিনও।
সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে বোলিংয়ে দুই উইকেট পেলেও ফের ব্যাটিং ভালো হয়নি সাকিবের। ‘গোল্ডেন ডাক’ হয়ে ফেরেন প্যাভিলিয়নে। রহমানউল্লাহ গুরবাজ ও শাই হোপের ফিফটিতে গায়ানা অ্যামাজন পেল টানা দ্বিতীয় জয়।
সিপিএলের ২৭তম ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে সেন্ট লুসিয়া কিংস। ওপেনার ফাফ ডু প্লেসিস হাঁকান শতরান। ৫৯ বল খেলে ৬ ছক্কা ও ১০ চারে সাজানো তার এই ইনিংস। তবে শূন্য রানে বিদায় নেন আরেক ওপেনার মার্ক দেয়াল। তিনে নামা নিরোশান ডিকওয়েলা ৩২ বলে করেন ৩৬। শেষপর্যন্ত ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৯৪ রান জমা করে সেন্ট লুসিয়া কিংস।
বল হাতে প্রথম দুই ওভারে ১৮ রান খরচ করা সাকিব নিজের তৃতীয় ওভারে এসে দেখালেন স্পিন জাদু। কেবল ১ রান খরচায় তুলে নেন অ্যাডাম হোসের উইকেট। ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে বলের লাইন মিস করে স্টাম্প হারিয়েছেন হোস। সাকিব ঝুলিতে নেন প্রথম উইকেট। সাকিবের শেষ ওভারে পরপর দুই ছক্কা হাঁকিয়ে তৃতীয় বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন ডেভিড ভিসা। ৪ ওভারে ৩৩ রানে ২ উইকেট নেন সাকিব।
বড় লক্ষ্য তাড়ায় নেমে দাপুটে শুরু পায় গায়ান অ্যামাজন ওয়ারিয়র্স। দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও চন্দরপল হেমরাজের উদ্বোধনী জুটিতে ৮১ রান। ব্যক্তিগত ২৯ রানে হেমরাজ বোল্ড হলে ভাঙে জুটি।
ইনিংসের ৯ম ওভারের প্রথম বলেই মার্ক দেয়াল বিদায় করেন ফিফটি হাঁকানো রহমানউল্লাহ গুরবাজকে (৫২)। গুরবাজ আউট হওয়ার পর ব্যাটিংয়ে নামেন সাকিব।
সেন্ট লুসিয়ার বিপক্ষে সাকিবকে এদিনও চারে ব্যাট করিয়েছে গায়ানা অ্যামাজন। কিন্তু আউট হয়েছেন প্রথম বলেই। গোল্ডেন ডাক! আগের ম্যাচের যেন পুনরাবৃত্তি হল সাকিবের ব্যাটে। জ্যামাইকার বিপক্ষে গতকাল নিজের খেলা প্রথম বলেই এলবিডব্লিউ হয়ে ড্রেসিংরুমে ফেরেন সাকিব।
সাকিব শূন্য হাতে ফিরলেও গায়ানা জয় পেয়েছে শাই হোপ ও অধিনায়ক শিমরন হেটমায়ারের ব্যাটে চড়ে। হেটমায়ার ৩৬ রানে থামলেও হোপ অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। ৩০ বলে খেলেন ৫৯ রানের ইনিংস। আর রোমারিও শেফার্ড অপরাজিত থাকেন ১০ রানে। ৪ বল বাকি থাকতেই গায়ানা পায় ৬ উইকেটের জয়।
সংক্ষিপ্ত স্কোর:
সেন্ট লুসিয়া কিংস: ১৯৪/৫ (২০ ওভার) ডু প্লেসিস ১০৩, দেয়াল ০, ডিকওয়েলা ৩৬, হোস ১, ভিসা ১২, রোসন ১১*, চেজ ১৭*; সাকিব ২/৩৩, শেফার্ড ১/১৯, স্মিথ ১/৪২, তাহির ১/২৮
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স: ১৯৫/৪ (১৯.২ ওভার) গুরবাজ ৫২, হেমরাজ ২৯, সাকিব ০, হোপ ৫৯*, হেটমায়ার ৩৬, শেফার্ড ১০*; দেয়াল ২/৩২, জোসেফ ১/২০, চেজ ১/২৭
ফলাফল: গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ৬ উইকেটে জয়ী
ম্যাচ সেরা: শাই হোপ (গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স)।