সমালোচনার জবাব ব্যাট হাতেই দিলেন বাবর-রিজওয়ান

সমালোচনার জবাব ব্যাট হাতেই দিলেন বাবর-রিজওয়ান
Vinkmag ad

সমালোচনা হচ্ছিল বাবর আজমকে নিয়ে, সমালোচনা হচ্ছিল মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে। দুজনের উদ্বোধনী জুটি নিয়েও কম সমালোচনা হচ্ছিল না। টি-টোয়েন্টি ক্রিকেটে তাদের ইন্টেন্ট নিয়ে মুখ খোলেন অনেকেই। তবে সব সমালোচনার জবাব মাঠেই দিলেন পাকিস্তানের সময়ের দুই সেরা ক্রিকেটার।

করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ২০০ রানের লক্ষ্যে খেলতে নামা পাকিস্তান কোন উইকেটই হারায় নি। ক্যারিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরি করে অপরাজিত থাকেন বাবর আজম। মোহাম্মদ রিজওয়ান অপরাজিত থাকেন ৮৮ রান করে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি তো বটেই, স্বীকৃত টি-টোয়েন্টিতে ১০ উইকেটে জেতা ম্যাচে এটিই (২০৩) সর্বোচ্চ রানের রেকর্ড।

এর আগে ২০০ এর খুব কাছাকাছি (১৯৭) যেয়েও না পারা বাবর-রিজওয়ান এবার ২০০ রান পার করলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে।

আগে ব্যাট করে ৫ উইকেটে ১৯৯ রান করে ইংল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করে অপরাজিত থাকেন মইন আলি। ২৩ বলে ৪ টি করে চার ও ছয় হাঁকান তিনি। এছাড়া ২২ বলে ৪৩ রান করেন বেন ডাকেট।

পাকিস্তানের পক্ষে ২ টি করে উইকেট নেন শাহনেওয়াজ দাহানি ও হারিস রউফ। ১ উইকেট পান মোহাম্মদ নওয়াজ।

জবাব দিতে নেমে মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমের ব্যাটের সামনে দিশেহারা ছিলেন ইংলিশ বোলাররা।

অফফর্মের বৃত্তে বন্দি থাকা বাবর আজম সেঞ্চুরি তুলে নিয়ে রান খরা কাটান। কম যাননি টি-টোয়েন্টির শীর্ষ বাছাই মোহাম্মদ রিজওয়ানও।

৯৭ ডেস্ক

Read Previous

দলের চেহারা বদলের কাজটা দুবাই থেকেই করতে চান সোহান

Read Next

টি-টোয়েন্টি বিশ্বকাপ: যেমন হল ১৬ স্কোয়াড

Total
5
Share