

টি-টোয়েন্টিতে বাংলাদেশের কোনো কিছুতেই সাফল্য মিলছে না। এমন পরিস্থিতিতেই আজ (২২ সেপ্টেম্বর) বিকেলে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজ খেলতে দেশ ছেড়েছে টাইগাররা। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান খেলছেন সিপিএলে, সহ অধিনায়ক নুরুল হাসান সোহানই তাই দিবেন নেতৃত্ব। এই উইকেট রক্ষক বলছেন জয়ের ধারায় ফিরলেই বদলে যাবে দলের চেহারা, সে লক্ষ্যেই তারা দুবাই যাচ্ছেন।
সর্বশেষ ২০ ম্যাচে মাত্র ৪ জয় বাংলাদেশের। এশিয়া কাপে প্রথম পর্ব থেকেই বিদায় নিতে হয় আফগানিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরে।
বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে। তবে দেশের অনুশীলন ব্যাঘাত ঘটায় অনেকটা হুট করেই সংযুক্ত আরব আমিরাতের সাথে দুইটি ম্যাচ আয়োজন করতে সক্ষম হয় বিসিবি। আগামী ২৫ ও ২৭ সেপ্টেম্বর ম্যাচ দুইটি মাঠে গড়াবে।
সে উদ্দেশেই বিশ্বকাপের মূল স্কোয়াড ও স্ট্যান্ড বাই ক্রিকেটারদের নিয়ে সংযুক্ত আরব আমিরাতে উড়াল দিল বাংলাদেশ। সিপিএল এখালায় সাকিব ও পবিত্র হজ্ব পালন করতে যাওয়ায় স্ট্যান্ড বাই তালিকার শেখ মেহেদী থাকছেন না।
বিমানবন্দরে সাংবাদিকদের অধিনায়ক সোহান বলেন, ‘আমরা গত কয়েকটি ম্যাচ হেরেছি, কিন্তু জয়টা অভ্যাসে পরিণত করা গেলে দলের কম্বিনেশন ও চেহারা বদলে যাবে। লক্ষ্য থাকবে যেন আমরা সে কাজটাই করতে পারি।’
‘বাংলাদেশের হয়ে প্রতিটি ম্যাচ খেলাই গর্বের। আমার কাছে মনে হয় বিশ্বকাপের আগে ভালো একটা প্রস্তুতি হবে। যদি আমরা জিতে আসতে পারি তবে সেই আত্মবিশ্বাস আমাদের নিউজিল্যান্ড সিরিজ ও বিশ্বকাপে কাজে দিবে।’
নিয়মিত অধিনায়ক সাকিব না থাকায় তার জায়গায় যে ক্রিকেটার খেলবে তার জন্য বড় সুযোগ দেখেন সোহান। সহ অধিনায়ক হিসেবে এখনো সাকিবের সাথে বিশ্বকাপ মিশনে পরিকল্পনা নিয়ে আলাপ হয়নি উইকেট রক্ষক এই ব্যাটারের। তবে নিউজিল্যান্ড সফরেই সেই আলাপ-আলোচনা হবে বলে জানালেন নিজেই।
‘অবশ্যই সাকিব ভাইয়ের মতো একজন ক্রিকেটারকে তো সবাই সবসময় দলে চায়। কিন্তু আমার কাছে মনে হয় এটা অন্য আরেকজনের জন্য বাড়তি সুযোগ যে তার জায়গায় খেলবে, ওই ইমপ্যাক্টটা করতে হবে।’
‘আসলে কথাতো সবসময় হয় (সাকিবের সাথে)। কিন্তু সেভাবে কথা হয়নি (বিশ্বকাপ পরিকল্পনা নিয়ে), উনিও সিপিএল নিয়ে ব্যস্ত। হয়তো নিউজিল্যান্ডে যাওয়ার পর কথা হবে। অবশ্যই লক্ষ্য থাকবে জয়ের দৌড়ে থাকা। আমরা যদি দুইটা ম্যাচই জিততে পারি সে আত্মবিশ্বাস নিউজিল্যান্ড ও বিশ্বকাপে কাজে দিবে।’