সবার শেষে স্কটল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার টুয়েলভে স্কটল্যান্ড
Vinkmag ad

স্কটল্যান্ড ক্রিকেট আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাদের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। অধিনায়ক রিচার্ড বেরিংটনের সঙ্গে এই দলে আছেন জর্জ মুনসি, ক্যালাম ম্যাকলিওডের মতো অভিজ্ঞরা।

সবশেষ ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ মাতানো পেসার জশ ডেভি এবং ব্র্যাড হুইল এবছরের বিশ্বকাপ দলেও জায়গা করে নিয়েছেন। এছাড়া তরুণ ব্যাটার ব্র্যান্ডন ম্যাকমুলেন প্রথমবারের মতো স্কটল্যান্ডের বিশ্বকাপ দলে।

তবে বাদ পড়েছেন অভিজ্ঞ পেসার আলি ইভান্স, গ্যাভিন মেইন, ব্যাটার অলিভার হেয়ারস।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপে থাকা স্কটল্যান্ড খেলবে ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের বিপক্ষে। নিজেদের প্রথম ম্যাচে ১৭ অক্টোবর হোবার্টের বেলেরিভ ওভালে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। এরপর আয়ারল্যান্ড (১৯ অক্টোবর) ও জিম্বাবুয়ের (২১ অক্টোবর) বিরুদ্ধে লড়াইয়ে নামবে।

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে স্কটল্যান্ড মেলবোর্নে দুটি ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে নেদারল্যান্ডস ও সংযুক্ত আরব-আমিরাতের বিরুদ্ধে; ১০ ও ১৩ অক্টোবর।

স্কটল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড:

রিচার্ড বেরিংটন (অধিনায়ক), জর্জ মুনসি, মাইকেল লিস্ক, ব্র্যাডলি হুইল, ক্রিস সোল, ক্রিস গ্রিভস, সাফিয়ান শরিফ, জশ ডেভি, ম্যাথু ক্রস, ক্যালাম ম্যাকলিওড, হামজা তাহির, মার্ক ওয়াট, ব্র্যান্ডন ম্যাকমুলেন, মাইকেল জোন্স এবং ক্রেগ ওয়ালেস।

৯৭ ডেস্ক

Read Previous

ফাইনালে যাবার লড়াইয়ে থাইল্যান্ডকেই পেলো বাংলাদেশ

Read Next

বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের নতুন বোলিং কোচ স্টিভ কিরবি

Total
1
Share