ফাইনালে যাবার লড়াইয়ে থাইল্যান্ডকেই পেলো বাংলাদেশ

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপ বাছাইয়ের সেমিতে বাংলাদেশ
Vinkmag ad

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে থাইল্যান্ডকে। আগামীকাল (২৩ সেপ্টেম্বর) আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথম সেমি-ফাইনালে মুখোমুখি হবে দুই দল।

আসরে বাংলাদেশই এখনো পর্যন্ত সবচেয়ে সফল দল। গ্রুপ পর্বের ৩ ম্যাচেই জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। যেখানে গ্রুপ ‘এ’ তে ৬ পয়েন্টের সাথে তাদের নেট রান রেট ২.০০১। গ্রুপ পর্বে তারা হারিয়েছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্রকে।

অন্যদিকে গ্রুপ ‘বি’ তে থাইল্যান্ড জিতেছে ২ ম্যাচ। ৪ পয়েন্ট ও ০.২৯৩ রান রেটে রানার আপ হয়ে বাংলাদেশের বিপক্ষে সেমি-ফাইনাল খেলবে থাই নারীরা। তাদের গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েছে জিম্বাবুয়ে নারী দল।

আগামীকাল দ্বিতীয় সেমি-ফাইনালে জিম্বাবুয়ে মোকাবেলা করবে বাংলাদেশের গ্রুপ থেকে রানার আপ হওয়া আয়ারল্যান্ডকে। দুই সেমি-ফাইনাল বিজয়ী দল আগামী ২৫ সেপ্টেম্বর শেখ জায়েদ স্টেডিয়ামে ফাইনাল খেলবে।

এদিকে ১ অক্টোবর থেকে সিলেটে অনুষ্ঠিতব্য নারী এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেও বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড। থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ মানেই বাংলাদেশের একটি বাজে স্মৃতি।

২০২১ সালে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বে বৃষ্টি আইনে পরাজিত হতে হয় টাইগ্রেসদের। আগে ব্যাট করে ব্যাটিং ব্যর্থতায় ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৬ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।

জবাবে ৩৯.২ ওভারে ২ উইকেট হারিয়ে ১৩২ রান তুলে ফেলে থাই নারীরা। কিন্তু এরপর আলোকস্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়। ১৬ রানে জয়ী ঘোষণা করা হয় থাইল্যান্ডকে।

৯৭ প্রতিবেদক

Read Previous

আরও পেছালেন বাবর, ক্যারিয়ার সেরা রেটিং রিজওয়ানের

Read Next

সবার শেষে স্কটল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

Total
6
Share