আরও পেছালেন বাবর, ক্যারিয়ার সেরা রেটিং রিজওয়ানের

টি-টোয়েন্টিতে শীর্ষস্থান হারালেন বাবর আজম
Vinkmag ad

ভারতীয় ব্যাটার সুরিয়াকুমার যাদব ও অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে ১ম টি-টোয়েন্টিতে পারফর্ম করে এগিয়েছেন টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে। অন্যদিকে এশিয়া কাপে মলিন পারফরম্যান্সের পর ইংল্যান্ডের বিপক্ষে ১ম টি-টোয়েন্টিতেও বলার মত রান না করা পাকিস্তান অধিনায়ক বাবর আজম পিছিয়েছেন আরও, আছেন ৪ নম্বরে।

সুরিয়াকুমার যাদব এক ধাপ এগিয়ে উঠে এসেছেন ব্যাটারদের মধ্যে ৩ নম্বরে। মোহালিতে ২৫ বলে ৪৬ রানের ইনিংস খেলেন তিনি। ৩০ বলে ৭১ রানের ইনিংস খেলা হার্দিক পান্ডিয়া তো দিয়েছেন লম্বা লাফ। ২২ ধাপ এগিয়ে ৬৫ নম্বরে আছেন তিনি।

অলরাউন্ডারদের মধ্যেও নিজের অবস্থান উন্নত করেছেন হার্দিক পান্ডিয়া। অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলকে পেছনে ফেলে ৫ নম্বরে উঠে এসেছেন তিনি। বোলারদের মধ্যে ভারতীয় স্পিনার আক্সার প্যাটেল ১৭ রানে ৩ উইকেট নিয়ে ৫৭ নম্বর থেকে ৩৩ নম্বরে উঠে এসেছেন।

অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করে ৩০ বলে ৬১ রান করা ক্যামেরুন গ্রিন ঢুকেছেন সেরা ১০০ তে। ২ উইকেট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন জশ হ্যাজেলউড।

শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তান ওপেনার মোহাম্মদ রিজওয়ানও। ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ৪৬ বলে ৬৮ রানের ইনিংস খেলেন তিনি। এতে বেড়েছে তার ১৫ রেটিং পয়েন্ট। ৮২৫ রেটিং পয়েন্ট তার ক্যারিয়ার সেরা, ৩৩ পয়েন্টে এগিয়ে আছেন ২য় অবস্থানে থাকা দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করামের চেয়ে।

পাকিস্তানি গতি তারকা হারিস রউফ ৪ ধাপ এগিয়ে আছেন ৩১ নম্বরে। স্পিনার মোহাম্মদ নওয়াজ ৩ ধাপ এগিয়ে আছেন ৩১ নম্বরে। উসমান কাদির ১৬ ধাপ এগিয়ে আছেন ১০২ নম্বরে।

ইংল্যান্ডের বাঁহাতি বোলার স্যাম কারেন ১৯ ধাপ এগিয়ে আছেন ৫২ নম্বরে। উন্নতি হয়েছে অ্যালেক্স হেলস ও হ্যারি ব্রুকেরও।

৯৭ ডেস্ক

Read Previous

সিপিএলে সাকিবের অম্ল-মধুর দিন, জিতেছে তার দল

Read Next

ফাইনালে যাবার লড়াইয়ে থাইল্যান্ডকেই পেলো বাংলাদেশ

Total
1
Share