সিপিএলে সাকিবের অম্ল-মধুর দিন, জিতেছে তার দল

20220922 090322
Vinkmag ad

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সাকিবের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স জিতেছে ১২ রানে। দল ম্যাচ জিতলেও ব্যাট হাতে টুর্নামেন্টের শুরুটা ভালো হয়নি সাকিবের। তবে বল হাতে শিকার করেন একটি উইকেট। ম্লান হয়ে গেল ব্রেডন কিংসের শতরান হাঁকানো ইনিংস।

চলমান সিপিএলের ২৫তম ম্যাচে টস জিতে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে আগে ব্যাটিংয়ে পাঠায় জ্যামাইকা তালাওয়াস। ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারান রহমানউল্লাহ গুরবাজ (০)। আরেক ওপেনার চন্দরপল হেমরাজ বিদায় নেন ১৩ রান করে।

চার নম্বরে ব্যাট হাতে উইকেটে আসেন সাকিব আল হাসান। পাক স্পিনার ইমাদ ওয়াসিমের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন সাকিব প্রথম বলেই। রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নের পথ ধরলেন।

তবে শাই হোপ সর্বোচ্চ ৬০ রানের ইনিংস খেলে দলকে বড় রান করার পথ দেখিয়ে দেন। শেষদিকে ওডিয়ান স্মিথ খেলেন ৪২ রানের ক্যামিও ইনিংস। ১২ বলে ২৪ করে অপরাজিত কেমো পল। ৮ উইকেট খুইয়ে ১৭৮ রানের বড় সংগ্রহ স্কোরবোর্ডে জমা করে গায়ানা।

জ্যামাইকার ইনিংসের দ্বিতীয় ওভারেই বল হাতে স্ট্রাইকে সাকিব। প্রথম বলেই ৬ হাঁকান কেনার লুইস; বাকি চার বল সাকিব খরচ করেন ২ রান। পাওয়ার-প্লের শেষ ওভারে ফের বোলিংয়ে সাকিব; এবার দেন ১১ রান। সাকিবের নিজের তৃতীয় ওভারে এসে খরচ করেন ৯ রান।

কোটার শেষ ওভারে সাকিব ফিরলেন নিজের চেনা ছন্দে! ওভারের দ্বিতীয় বলে তুলে নেন ফ্যাবিয়ান অ্যালেনের উইকেট। এই ওভারে সাকিব খরচ করেন কেবল ২ রান। ৪ ওভারে ৩০ রান খরচায় সাকিবের ঝুলিতে এক উইকেট। এরপর গুদাকেশ মতির বলে দারুণ এক ক্যাচ নিয়ে সাকিব ফেরান ইমাদ ওয়াসিমকে।

লক্ষ্য তাড়ায় নেমে ওপেনার ব্রেন্ডন কিং ছাড়া খুব একটা সুবিধা করতে পারেনি বাকি ব্যাটাররা। কেনার লুইস ১৩ ও ক্রিক ম্যাকেঞ্জির ব্যাট থেকে আসে ১৫ রান। দুই অংকের ঘরে পৌঁছানোর আগেই সাজঘরে ফেরেন ৭ ব্যাটার।

শেষ ওভারে জয়ের জন্য জ্যামাইকার দরকার ২০ রান। ওডিয়ান স্মিথের প্রথম বলেই ৬ হাঁকিয়ে শতরান পূর্ণ করেন ব্রেন্ডন কিং। পরের বল ডট, তৃতীয় বলে দৌড়ে দুই নিতে গিয়ে রান আউটে কাটা পড়েন কিং। ৬৬ বলে ১০৪ রানের ইনিংসে থামতে হয় তাঁকে।

নির্ধারিত ওভারের আগেই গুটিয়ে যায় জ্যামাইকার ব্যাটিং লাইন। শেষপর্যন্ত ১২ রানের রোমাঞ্চকর জয় তুলে নেয় গায়ানা অ্যামাজন।

সংক্ষিপ্ত স্কোর:

গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স: ১৭৮/৮ (২০ ওভার) হেমরাজ ১৩, গুরবাজ ০, হোপ ৬০, সাকিব ০, হেটমায়ার ১১, শেফার্ড ৯, স্মিথ ৪২, পল ২৪*; নবি ৩/১২, গ্রিন ২/২৪, ইমাদ ১/২৩, অ্যালেন ১/১৩, পাওয়েল ১/১৯

জ্যামাইকা তালাওয়াস: ১৬৬/১০ (১৯.৫ ওভার) কিং ১০৪, লুইস ১৩, ম্যাকেঞ্জি ১৫, রোভম্যান ৪, রেইফার ৬, অ্যালেন ১, নবি ৫, ইমাদ ৫; সাকিব ১/৩০, তাহির ২/১৭, মতি ২/৩৬, স্মিথ ২/২৬

ফলাফল: গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ১২ রানে জয়ী

ম্যাচ সেরা: ওডিয়ান স্মিথ (গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স)।

৯৭ ডেস্ক

Read Previous

তামিম, মুস্তাফিজের পর টি-টেনে আফিফের নাম

Read Next

আরও পেছালেন বাবর, ক্যারিয়ার সেরা রেটিং রিজওয়ানের

Total
15
Share