তামিম, মুস্তাফিজের পর টি-টেনে আফিফের নাম

সাকিব আল হাসান আফিফ হোসেন ধ্রুব
Vinkmag ad

টি-টেন লিগের ৬ষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফটের লিস্টে তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমানের পর প্রকাশ হল আফিফ হোসেন ধ্রুবর নাম। গত আসরে বাংলা টাইগার্সের আইকন আফিফের এবারের ঠিকানা কোথায়?

আবুধাবি টি-টেনের ৬ষ্ঠ আসরের জন্য প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ২৬শে সেপ্টেম্বর। ওপেনার তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমান ছাড়াও এ বছরের ড্রাফটে টাইগার অলরাউন্ডার আফিফ হোসেন অংশ নিচ্ছেন।

আফিফের সঙ্গে প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছেন বেশ কিছু তরুণ ক্রিকেটার; লঙ্কান ওপেনার পাথুম নিসাঙ্কা, আভিস্কা ফার্নান্দো, দিলশান মাদুশাঙ্কা, আফগান পেসার ফজলহক ফারুকি, নাভিন উল হক, আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর ও ইংলিশ জর্ডান কক্স। আবুধাবি টি-টেন লিগ তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এই তথ্য নিশ্চিত করে।

সবশেষ ২০২১ মৌসুমে বাংলা টাইগার্সের ‘আইকন’ প্লেয়ারের মর্যাদা পান আফিফ হোসেন ধ্রুব। এই আসরেই দলটির সহ-অধিনায়কের দায়িত্ব পালন করেন আফিফ।

আসন্ন আসরের জন্য বাংলা টাইগার্সের সঙ্গে আইকন ক্রিকেটার হিসেবে চুক্তি করেছেন সাকিব আল হাসান। সাকিব ছাড়াও এবার বাংলা টাইগার্স জার্সিতে দেখা যেতে একাধিক বাংলাদেশি ক্রিকেটারকে।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর মাঠে গড়াবে আবু ধাবি টি-টেন লিগ। আগামী ২৩ নভেম্বর আবুধাবিতে শুরু হবে টি-টেন লিগের ৬ষ্ঠ আসর। চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত।

৯৭ ডেস্ক

Read Previous

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপ বাছাইয়ের সেমিতে বাংলাদেশ

Read Next

সিপিএলে সাকিবের অম্ল-মধুর দিন, জিতেছে তার দল

Total
1
Share