টেস্ট চ্যাম্পিয়নশিপের আগামী দুই ফাইনালের ভেন্যু চূড়ান্ত

টেস্ট চ্যাম্পিয়নশিপের আগামী দুই ফাইনালের ভেন্যু চূড়ান্ত
Vinkmag ad

আইসিসি (দ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) আজ নিশ্চিত করেছে যে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ২০২৩ এর ফাইনাল হবে লন্ডনের দ্য ওভালে। ২০২৫ সালের ফাইনাল হবে লর্ডসে।

আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডিস আগামী দুই আসরের ফাইনালের ভেন্যু হিসাবে দুই আইকনিক ভেন্যু নিশ্চিত করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

তিনি বলেন, ‘আমরা উচ্ছ্বাস নিয়েই আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী ফাইনালের ভেন্যু হিসাবে দ্য ওভালের নাম ঘোষণা করছি। দ্য ওভালের পরিবেশ দারুণ এবং এই মাঠের লেগাস্যি আছে। যা এমন ম্যাচের জন্য আদর্শ।’

‘এরপর ২০২৫ এ ফাইনাল হবে লর্ডসে, যা ফাইনালকে বাড়তি মাত্রা দিবে।’

‘গেল বছর সাউদাম্পটনে নিউজিল্যান্ড ও ভারতের মধ্যকার ফাইনাল দারুণ ছিল। আমি নিশ্চিত সমর্থকরা পরবর্তী ফাইনালের দিকেও তাকিয়ে থাকবে। আইসিসির পক্ষ থেকে আমি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড, সারে কাউন্টি ক্রিকেট ক্লাব ও মেরিলিবোন ক্রিকেট ক্লাবকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানাই।’

দ্য ওভালে ফাইনাল অনুষ্ঠিত হবে, এই তথ্য নিশ্চিত হবার পর বেজায় খুশি সারে কাউন্টি ক্রিকেট ক্লাবের প্রধান নির্বাহী স্টিভ এলওর্দি।

২০২৫ ফাইনালের জন্য উচ্ছ্বসিত মেরিলিবোন ক্রিকেট ক্লাবের প্রধান নির্বাহী ও সেক্রেটারি গায় লেভেন্ডারও।

ভেন্যু নিশ্চিত হলেও এখনো সূচি প্রকাশ করেনি আইসিসি। জুলাই মাসে আইসিসির সাধারণ সভায় চূড়ান্ত হয়েছিল ডব্লিউটিসির আগামী দুই আসরের ফাইনালের হোস্ট হবে ইংল্যান্ড।

৯৭ ডেস্ক

Read Previous

সাফজয়ী নারী দলকে পুরস্কৃত করছে বিসিবি

Read Next

মুর্শিদা-জ্যোতির ব্যাটে যুক্তরাষ্ট্রকে বড় লক্ষ্য দিল বাংলাদেশ

Total
9
Share