

নেপালকে তাদের মাঠেই ৩-১ গোলে হারিয়ে বাংলাদেশ নারী ফুটবল দল জিতেছে সাফ (সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন) উইমেন্স চ্যাম্পিয়নশিপের শিরোপা। টুর্নামেন্ট জুড়ে দাপট দেখিয়ে খেলে গোটা দেশকে আনন্দে ভাসিয়েছে সানজিদা-সাবিনারা। সেই আনন্দ ছুঁয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও।
আজ এক বিজ্ঞপ্তি দিয়ে বিসিবি জানিয়েছে প্রথমবারের মত দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব পাওয়া বাংলাদেশ নারী ফুটবল দলকে ৫০ লক্ষ টাকা পুরষ্কার দিবে তারা।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নারী ফুটবল দলের সাফল্যে তাদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। গোটা দেশকে গর্বিত করায় তাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।
বিসিবি সভাপতি বলেন, ‘নারী ফুটবল দল গোটা দেশকে তাদের নান্দনিক পারফরম্যান্স ও ইতিহাস গড়া সাফল্য উপহার দিয়ে গর্বিত করেছে। ‘
‘তাদের এই অর্জনকে বাহবা দিতে ও সমর্থন দিয়ে আমি গোটা দলকে বিসিবির তরফ থেকে ৫০ লক্ষ টাকা দেবার ঘোষণা দিচ্ছি।’
‘আমার কোন সন্দেহ নেই যে সাফের মঞ্চে এই অর্জন দেশজুড়ে থাকা পুরুষ ও নারী খেলোয়াড় ও দলকে অনুপ্রাণিত করবে। যা তাদেরকে স্ব স্ব খেলায় আন্তর্জাতিক অর্জন বয়ে আনতে সাহায্য করবে।’