

অভিষেকেই বাজিমাত করলেন লুক উড। তার ম্যাচজয়ী বোলিং পারফরম্যান্সের পাশাপাশি দীর্ঘদিন পর দলে ফেরা অ্যালেক্স হেলসের হাফ সেঞ্চুরি ও হ্যারি ব্রুকের ঝড়ো ব্যাটিংয়ে পাকিস্তানের বিপক্ষে ১ম টি-টোয়েন্টিতে জয় পেয়েছে ইংল্যান্ড। করাচিতে অনুষ্ঠিত ম্যাচে সফরকারীদের জয়ের ব্যবধান ৬ উইকেট।
আনকোরা ইংল্যান্ড দলের অধিনায়ক মইন আলি টসে জিতে প্রথমে ফিল্ডিং নেন। ফর্মের তুঙ্গে থাকা মোহাম্মদ রিজওয়ানের ব্যাট এদিনও হেসেছে। হাফ সেঞ্চুরির দেখা পান। ৪৬ বলে ৬ চার ও ২ ছয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন তিনি।
তবে বরাবরের মত এবারও স্বাগতিকদের মিডল অর্ডারের ব্যাটসম্যানরা ব্যর্থতার পরিচয় দেন। ফলে রিজওয়ানের বড় ইনিংস সত্ত্বেও ৭ উইকেটে ১৫৮ রানে সন্তুষ্ট থাকতে হয় তাদের। বাবর ৩১ ও ইফতিখার ২৮ রান করেন।
নিজের ১ম টি-টোয়েন্টিতে দারুণ বোলিং করেছেন উড। ৪ ওভারে ২৪ রান দিয়ে প্রতিপক্ষ দলের ৩ ব্যাটসম্যানকে শিকার করেন তিনি। এছাড়া আদিল রশিদ ২ উইকেট পান।
জবাবে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে আস্থার প্রতিদান দেন হেলস। একপ্রান্ত আগলে রেখে অর্ধশতক আদায় করে নেন। দলের অন্য ব্যাটসম্যানদের ছোট ছোট জুটিতে দলের জয়ের রাস্তা সহজ করেন। ৭ চারে ৫৩ রান করেন তিনি।
শেষদিকে ব্রুকের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৪ বল বাকি থাকতে জয় পেয়ে যায় ইংলিশরা। ২৫ বলে ৭ চারে ৪২ রানে অপরাজিত থাকেন ব্রুক।
পাকিস্তানের পক্ষে উসমান কাদির ২ উইকেট নেন।
ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন অভিষেকে চমৎকার বোলিং করা লুক উড।
সংক্ষিপ্ত স্কোরঃ
পাকিস্তানঃ ১৫৮/৭ (২০), রিজওয়ান ৬৮, বাবর ৩১, হায়দার ১১, শান ৭, ইফতিখার ২৮, খুশদিল ৫*, নেওয়াজ ৪, নাসিম ০, উসমান ০*; স্যাম কারেন ৪-০-৩০-১,উড ৪-০-২৪-৩, আদিল ৪-০-২৭-২, মইন ২-০-২৩-১
ইংল্যান্ডঃ ১৬০/৪ (১৯.২), হেলস ৫৩, সল্ট ১০, মালান ২০, ডাকেট ২১, ব্রুক ৪২*, মইন ৭*; দাহানি ৩.২-০-৩৮-১, রউফ ৪-০-২৩-১, উসমান ৪-০-৩৬-২
ফলাফলঃ ইংল্যান্ড ৬ উইকেটে জয়ী
ম্যাচ সেরাঃ লুক উড (ইংল্যান্ড)।