ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে হারল ভারত

featured photo updated v 3
Vinkmag ad

এশিয়া কাপের ব্যর্থতা পিছু ছাড়ছে না ভারতের। ঘরের মাঠে ২০৮ রান করেও অস্ট্রেলিয়ার কাছে হারতে হল রোহিত শর্মার দলকে। ক্যাচ মিসের মহড়ায় হয়ে যায় ম্যাচটাই মিস। চার উইকেটে ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-টোয়েন্টি হারল ভারত। প্রথমে ব্যাট করে লোকেশ রাহুল ও হার্দিক পান্ডিয়ার অর্ধশতরানে ২০৮ রান করে স্বাগতিক দল। কিন্তু ৪ বল হাতে রেখেই সেই রান তাড়া করে ৪ উইকেটে জিতে গেল অস্ট্রেলিয়া। ক্যামেরুন গ্রিনের মারকুটে ব্যাটিয়ের পর ফিনিশিংয়ে ঝড় তোলেন ম্যাথু ওয়েড।

রোহিত শর্মা ১১ করে ফিরে গেলেন প্যাভিলিয়নে। ভিরাট কোহলি পাননি ২ রানের বেশি। ৩৫ বলে ৫৫ রানের ইনিংস খেলেন ওপেনার লোকেশ রাহুল। এরপর ২৫ বলে ৪৬ রান করলেন সুরিয়াকুমার যাদব। যথাক্রমে সমান ৬ রান করে বিদায় নেন আক্সার প্যাটেল ও দিনেশ কার্তিক।

ব্যাট হাতে এদিন তান্ডব চালিয়ে ৩০ বলে ৭১ রানে অপরাজিত থাকেন হার্দিক। এই ইনিংস সাজান ৫ ছক্কা ও ৭ চারে।

বড় লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই অজিদের দাপট। তবে ১৩ বলে ২২ রান করা অধিনায়ক অ্যারন ফিঞ্চকে থামিয়ে ভারতকে ব্রেকথ্রু এনে দেন আক্সার। এরপর স্টিভ স্মিথ জুটি গড়েন ওপেনার ক্যামেরুন গ্রিনের সঙ্গে। ১৯ বলে ৪২ রানের মাথায় ক্যামেরন গ্রিনের ক্যাচ মিস করেন আক্সার। ফিফটি হাঁকিয়ে ভয়ংকর হয়ে ওঠা গ্রিনকে বিদায় করেন সেই আক্সারই। ফেরার আগে ৩০ বলে করেন ৬১ রান।

এরপর এক ওভারেই দুই উইকেট তুলে নেন উমেশ যাদব। স্মিথ বিদায় নেন ২৪ বলে ৩৫ করে। দ্রুতই ফিরে যান গ্লেন ম্যাক্সওয়েল (১)। জশ ইংলিসকে ১৭ রানে থামিয়ে আক্সার দখলে নেন নিজের তৃতীয় উইকেট। অস্ট্রেলিয়ার জার্সিতে টিম ডেভিড শুরুর ম্যাচে করেন ১৮ রান। তবে এদিন ম্যাথু ওয়েড খেলেন ক্যামিও ইনিংস। আর তাতেই নিশ্চিত হয় সফরকারীদের জয়। ৪ বল বাকি থাকতেই ৪ উইকেটে জয় অস্ট্রেলিয়ার। শেষ দিকে ২১ বলে অপরাজিত ৪৫ রান ম্যাথু ওয়েডের ব্যাটে।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ২০৮/৬ (২০ ওভার) রাহুল ৫৫, রোহিত ১১, কোহলি ২, সুরিয়াকুমার ৪৬, কার্তিক ৬, আক্সার ৬, হার্দিক ৭১*, হারশাল ৭*; এলিস ৩/৩০, হ্যাজেলউড ২/৩৯, গ্রিন ১/৪৬

অস্ট্রেলিয়া:২১১/৬ (১৯.২ ওভার) ফিঞ্চ ২২, গ্রিন ৬১, স্মিথ ৩৫, ম্যাক্সওয়েল ১, ইংলিস ১৭, টিম ১৮, ওয়েড ৪৫*, কামিন্স ৪*; আক্সার ৩/১৭, উমেশ ২/২৭, চাহাল ১/৪২

ফলাফল: অস্ট্রেলিয়া ৪ উইকেটে জয়ী

ম্যাচ সেরা: ক্যামেরুন গ্রিন (অস্ট্রেলিয়া)।

৯৭ ডেস্ক

Read Previous

থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

Read Next

অভিষেকে উজ্জ্বল উড, প্রত্যাবর্তন জয়ে রাঙালেন হেলস

Total
9
Share