

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে নাজমুল হোসেন শান্তর অন্তর্ভূক্তি বেশ বিতর্কের জন্ম দিয়েছে। সেসব পেছনে ফেলে নিজেকে প্রস্তুতের মিশনে নেমেছেন এই ব্যাটার। কিন্তু নেটে ঠিক ছন্দ খুঁজে পাচ্ছেন না, কখনো হাল্কা চোট, কখনো বল মিসে নিজেই রাগ নিয়ন্ত্রণ করতে পারছেন না।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২২ সেপ্টেম্বর দেশ ছাড়বে বাংলাদেশ। তার আগে নিজ উদ্যোগে মিরপুরে অনুশীলন সারছেন শান্ত, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিনরা।
আজ (২০ সেপ্টেম্বর) দুপুর একটার দিকে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সেন্টার উইকেটে ব্যাটিং অনুশীলন শুরু করেন শান্ত।
তবে নেট বোলার ও থ্রোয়ারকে খুব একটা সাবলীলভাবে খেলতে পারছিলেন না। বেশ কিছু বলই মিস করেছেন। একটি শর্ট বলে পরাস্ত হয়েতো কোমরেও খানিক আঘাত পান। পরের বল কিছুটা হাফ ভলি লেংথে, মিস করলে শান্ত। কিন্তু নিজেকে আর শান্ত রাখতে পারলেন না, ব্যাট দিয়ে সজোরে আঘাত স্টাম্পে।
হাল্কা চোট পাওয়ায় বেশিক্ষণ অনুশীলন চালিয়ে যেতে পারেননি। আধা ঘন্টার ব্যাটিং অনুশীলন শেষে ফিরেছেন ড্রেসিং রুমে। বিসিবির মেডিকেল বিভাগ জানিয়েছে চোট গুরুতর কিছু না। বরফ দিয়ে ব্যথা কমানো হচ্ছিল।
৯ ম্যাচের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ার এই বাঁহাতি ব্যাটারের। ১৮.৫০ গড় ও ১০৪.২২ স্ট্রাইক রেটে ১৪৮ রান করেছেন তিনি। সর্বশেষ জিম্বাবুয়ে সফরে তিন ম্যাচেই ব্যাট করেন, কিন্তু সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি সেভাবে।
তবে এশিয়া কাপের দলে ছিলেন না। ভাবা হচ্ছিল টি-টোয়েন্টি সেট-আপ থেকে ছিটকে গেছেন। কিন্তু অনেকটা চমক হিসেবেই টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে টিকে যান। স্বাভাবিকভাবেই তার দলে থাকা নিয়ে প্রশ্ন উঠেছে।
সব মিলিয়ে টি-টোয়েন্টিতে ৯৫ ম্যাচের ৮৯ ইনিংস খেলে ২ সেঞ্চুরিতে ২৩.৪০ গড় ও ১২২.১৬ স্ট্রাইক রেটে ১৮৯৬ রান করেছেন শান্ত।