নিগারের ক্যারিয়ার সেরা রেটিং, সালমা-শামীমাদের উন্নতি

featured photo updated v 1
Vinkmag ad

সপ্তাহের প্রতি মঙ্গলবার নারী ক্রিকেটারদের র‍্যাংকিং হালনাগাদ করা হয়। আজ (২০ সেপ্টেম্বর) করা হালনাগাদে (টি-টোয়েন্টি র‍্যাংকিং) উন্নতি হয়েছে বাংলাদেশ নারী দলের ক্রিকেটার নিগার সুলতানা জ্যোতি, সালমা খাতুনদের।

আবু ধাবিতে আইসিসি উইমেন্স টি-টোয়েন্টি কোয়ালিফায়ার খেলছে বাঘিনীরা। সেখানে প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। ব্যাট হাতে দুই ম্যাচেই নিগার রেখেছেন অবদান।

আইরিশ নারীদের বিপক্ষে ৫৩ বলে ১০ চার ও ১ ছয়ে ৬৭ রানের ইনিংস খেলা নিগার হয়েছিলেন ম্যাচসেরা। স্কটল্যান্ডের বিপক্ষে লো স্কোরিং ম্যাচে খেলেন ৩৪ রানের ইনিংস।

যদিও সর্বশেষ হালনাগাদে আমলে এসেছে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের পারফরম্যান্স। ক্যারিয়ার সেরা ৫৩৩ রেটিং পয়েন্ট নিয়ে ৫ ধাপ এগিয়েছেন নিগার, আছেন ব্যাটারদের তালিকায় ২৩ নম্বরে। বাংলাদেশি হিসাবে সেরা ২৫ এর অংশ কেবল তিনিই। ৪৬ নম্বরে থাকা ফারজানা হক পিংকি এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন, ৪৯ নম্বরে আছেন সালমা খাতুন।

নিগার ছাড়াও ব্যাটারদের মধ্যে উন্নতি হয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে ৪৮ রানের ইনিংস খেলা শামীমা সুলতানার। ৬ ধাপ এগিয়ে ৭৩ নম্বরে আছেন তিনি। ৭৪৩ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষে অস্ট্রেলিয়ার বেথ মুনি, ২য় অবস্থানে থাকা ভারতের স্মৃতি মান্দানার রেটিং পয়েন্ট ৭৩১। ৭২৫ রেটিং নিয়ে ৩ নম্বরে অস্ট্রেলিয়ার মেগ লেনিং।

বোলারদের মধ্যে ১৩ নম্বরে আছেন বাংলাদেশের সালমা খাতুন। ৫৪০ রেটিং পয়েন্ট নিয়ে ৩২ নম্বরে নাহিদা আক্তার। উন্নতি হয়েছে রুতু মনির। ক্যারিয়ার সেরা ৩৬৬ রেটিং পয়েন্ট নিয়ে ৮ ধাপ এগিয়ে ৮২ নম্বরে আছেন তিনি।

বোলারদের তালিকায় ৭৫৬ রেটিং নিয়ে শীর্ষে ইংল্যান্ডের সোফি একলেস্টোন। তার সতীর্থ সারা গ্লেন আছেন ২ নম্বরে, ৭৩৭ রেটিং পয়েন্ট নিয়ে। ৭০৭ রেটিং পয়েন্ট নিয়ে ৩ নম্বরে দক্ষিণ আফ্রিকার শাবনিম ইসমাইল।

অলরাউন্ডারের তালিকায় ২ ধাপ এগিয়ে ৭ নম্বরে অবস্থান করছেন সালমা খাতুন (২৭৩)। যে তালিকায় শীর্ষে আছেন নিউজিল্যান্ডের সোফি ডিভাইন (৩৯৯)।

৯৭ ডেস্ক

Read Previous

টি-টেনের ড্রাফটে নাম লেখালেন মুস্তাফিজ

Read Next

আয়ারল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

Total
6
Share