টি-টেনের ড্রাফটে নাম লেখালেন মুস্তাফিজ

অবশেষে দুই ক্যাপ হাতে পেলেন মুস্তাফিজ
Vinkmag ad

আবুধাবি টি-টেন লিগের ৬ষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফটে ওপেনার তামিম ইকবালের পর নাম লিখিয়েছেন মুস্তাফিজুর রহমান। দল পেলে এবারই প্রথম দ্য ফিজ মাতাবেন টি-টেন আসর।  

মুস্তাফিজ ছাড়াও প্লেয়ার্স ড্রাফটে নাম আছে বেশ কিছু আন্তর্জাতিক বোলারের- ডেভিড উইলি, দুশমান্থ চামিরা, তাব্রাইজ শামসি, টাইমাল মিলস। আবুধাবি টি-টেন লিগ তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এই তথ্য নিশ্চিত করে।

২০১৭ সালে তৎকালীন বেঙ্গল টাইগার (দিল্লি বুলস) মুস্তাফিজকে দলে টানলেও তার খেলা হয়নি ম্যাচ। এবার ফিজের সামনে দারুণ সুযোগ টি-টেন লিগ মাতানোর।

টি-টেনের ৬ষ্ঠ আসরের জন্য প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ২৬শে সেপ্টেম্বর।

এর আগে টি-টেন লিগের দল বাংলা টাইগার্সের সঙ্গে আইকন ক্রিকেটার হিসেবে চুক্তি করেছেন সাকিব আল হাসান। আসন্ন মৌসুমে সাকিব ছাড়াও বাংলা টাইগার্স জার্সিতে দেখা যেতে একাধিক বাংলাদেশি ক্রিকেটারকে।

আগামী ২৩ নভেম্বর আবুধাবিতে শুরু হবে টি-টেন লিগের ৬ষ্ঠ আসর। চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত।

৯৭ ডেস্ক

Read Previous

ক্রিকেটের বেশ কিছু নিয়মে বদল আনল আইসিসি

Read Next

নিগারের ক্যারিয়ার সেরা রেটিং, সালমা-শামীমাদের উন্নতি

Total
7
Share