

প্লেয়ার্স ড্রাফট শেষে চূড়ান্ত হল দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগের (এসএ২০) দলগুলোর স্কোয়াড। ড্রাফটে ৬ দল বেছে নিয়েছে তাদের স্কোয়াড। আগে থেকেই ৫ জন করে ক্রিকেটার সরাসরি চুক্তিতে ভেড়ায় দলগুলো। তারা বাকি স্কোয়াড সাজিয়েছে প্লেয়ার্স ড্রাফটে।
১৯ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অনুষ্ঠিত প্লেয়ার্স ড্রাফট থেকে ৬ ফ্র্যাঞ্চাইজি টেনে নেয় দেশি বিদেশি ক্রিকেটারদের।
আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলা ট্রিস্টান স্টাবস পেলেন সবচেয়ে চড়া মূল্য। ৯.২ মিলিয়ন ব়্যান্ড দামে তরুণ এই ক্রিকেটারকে দলে নিল সানরাইজার্স ইস্টার্ন কেপ। ৬.৯ মিলিয়ন ব়্যান্ডে রাইলি রুশোকে দলে নেয় প্রিটোরিয়া ক্যাপিটালস।
কিন্তু দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার এবং টেম্বা বাভুমা থেকে যান অবিক্রিত। টেস্ট ব্যাটার কিগান পিটারসেনকেও দলে নিতে আগ্রহ দেখায়নি কোন ফ্র্যাঞ্চাইজি।
শুরুতে অবিক্রিত থাকা জিমি নিশামকে ৩.৬ মিলিয়ন ব়্যান্ডে দলে নেয় প্রিটোরিয়া ক্যাপিটালস। ৪ লক্ষ ২৫ হাজার ব়্যান্ডের বেস প্রাইসে শ্রীলঙ্কার কুশল মেন্ডিসকেও দলে নেয় ক্যাপিটালস। ২.৪ মিলিয়ন ব়্যান্ডে প্রিটোরিয়া ক্যাপিটালসে যোগ দিলেন ইংলিশ স্পিনার আদিল রশিদ।
প্রথম রাউন্ডে অবিক্রিত থাকা প্রাক্তন ইংলিশ অধিনায়ক এউইন মরগানকে শেষ পর্যন্ত ২ মিলিয়ন ব়্যান্ডে দলে নেয় পার্ল রয়্যালস। ১.৫ মিলিয়ন ব়্যান্ডে জেসন রয়কেও কিনে নেয় রয়্যালস।
ড্রাফট শেষে যেমন হল উদ্বোধনী আসরের ৬ দল-
ডারবান সুপার জায়ান্টস:
কুইন্টন ডি কক, প্রেনেলান সুব্রায়েন, জেসন হোল্ডার, কাইল মায়ার্স, রিস টপলি, ডোয়াইন প্রিটোরিয়াস, হেনরিখ ক্লাসেন, কিমো পল, কেশব মহারাজ, কাইল অ্যাবট, জুনিয়র ডালা, দিলশান মাদুশঙ্কা, জনসন চার্লস, ম্যাথিউ ব্রিটজকে, ক্রিস্টিয়ান জঙ্কার, উইয়ান মুল্ডার এবং সাইমন হার্মার।
জোবার্গ সুপার কিংস:
ফাফ ডু প্লেসিস, জেরাল্ড কোয়েটজি, মাহেশ থিকশানা, রোমারিও শেফার্ড, হ্যারি ব্রুক, জানেমান মালান, রেজা হেনড্রিক্স, কাইল ভেরেইনে, জর্জ গার্টন, আলজারি জোসেফ, লিউস ডু প্লোয়, লুইস গ্রেগরি, লিজাড উইলিয়ামস, ডনরাভ ফেরেইরা, নান্দ্রে বার্গার, মালুসি সিবোতো এবং কালেব সেলেকা।
এমআই কেপটাউন:
কাগিসো রাবাদা, ডিওয়াল্ড ব্রেভিস, রাশিদ খান, লিয়াম লিভিংস্টোন, স্যাম কুরান, রাসি ভ্যান ডার ডুসেন, রায়ান রিকেলটন, জর্জ লিন্ডে, বেউরান হেনড্রিক্স, ডুয়ান জানসেন, ডেলানো পোটগিটার, গ্রান্ট রোয়েলফসেন, ওয়েসলি মার্শাল, অলি স্টোন, ওলি স্টোন, ওয়াকার সালামখেইল, জিয়াদ আবরামস এবং ওডিয়ান স্মিথ।
পার্ল রয়্যালস:
ডেভিড মিলার, করবিন বোশ, জস বাটলার, ওবেদ ম্যাককয়, লুঙ্গি এনগিডি, তাব্রাইজ শামসি, জেসন রয়, ডেন ভিলাস, বজর্ন ফরচুইন, উইহান লুব্বে, ফেরিসকো অ্যাডামস, ইমরান মানাক, ইভান জোন্স, রামন সিমন্ডস, মিচেল ভ্যান বুরেন, এউইন মরগান এবং কোডি ইউসুফ।
প্রিটোরিয়া ক্যাপিটালস:
আনরিখ নরকিয়া, মিগেল প্রিটোরিয়াস, রাইলি রুশো, ফিল সল্ট, ওয়েন পারনেল, জশ লিটল, শন ভন বার্গ, আদিল রশিদ, ক্যামেরন ডেলপোর্ট, উইল জ্যাকস, থিউনিস ডি ব্রুইন, মার্কো মারাইস, কুশল মেন্ডিস, ড্যারিন ডুপাভিলন, জিমি নিশাম, ইথান বোশ এবং শেন ড্যাডসওয়েল।
সানরাইজার্স ইস্টার্ন কেপ:
এইডেন মার্করাম, অটনিয়েল বার্টম্যান, মার্কো জানসেন, ট্রিস্টান স্টাবস, সিসান্ডা মাগালা, জুনায়েদ দাউদ, ম্যাসন ক্রেন, জেজে স্মাটস, জর্ডান কক্স, অ্যাডাম রসিংটন, রোয়েলফ ভ্যান ডার মেরওয়ে, মার্কেস অ্যাকারম্যান, জেমস ফুলার, টম অ্যাবেল, আইয়া গামানে, সারেল এরউই এবং ব্রাইডন কারসে।