

নিউজিল্যান্ড ক্রিকেট আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাদের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। কেন উইলিয়ামসন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে তৃতীয়বারের মতো নিউজিল্যান্ডের নেতৃত্ব দিতে চলেছেন।
অভিজ্ঞ ওপেনার মার্টিন গাপটিল খেলবেন রেকর্ড সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর ফিন অ্যালেন ও মাইকেল ব্রেসওয়েল প্রথমবারের মতো বিশ্বকাপ দলে।
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্ল্যাক ক্যাপস দল থেকে কেবল তিনটি পরিবর্তন এসেছে এই বিশ্বকাপের দলে। লকি ফার্গুসন, মাইকেল ব্রেসওয়েল এবং ফিন অ্যালেন ডাক পেয়েছেন, বাদ পড়েন কাইল জেমিসন, টড অ্যাস্টল এবং টিম সেইফার্ট।
Our squad for this year's @T20WorldCup in Australia. Details | https://t.co/JuZOBPwRyn #T20WorldCup pic.twitter.com/1s4QBL5bGH
— BLACKCAPS (@BLACKCAPS) September 19, 2022
সম্প্রতি বোর্ডের কেন্দ্রীয় চুক্তি প্রত্যাখ্যান করা দুই খেলোয়াড় – ট্রেন্ট বোল্ট এবং জিমি নিশাম বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পান এবং কেন্দ্রীয় চুক্তিতে নতুন খেলোয়াড়দের একজন ফিন অ্যালেনও বিশ্বকাপ দলে।
বোল্ট, ফার্গুসন, সাউদি এবং অ্যাডাম মিলনের সমন্বয়ে নিউজিল্যান্ডের শক্তিশালী পেস আক্রমণ। ইশ সোধি স্পিন আক্রমণের নেতৃত্ব দেবেন এবং ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার তার গুরুত্বপূর্ণ সঙ্গী। এবছরই কিউই জার্সিতে অভিষেক হওয়া ব্রেসওয়েল পারফর্মেন্সে ছিলেন দুর্দান্ত, পুরস্কার হিসেবে জায়গা পেয়ে যান বিশ্বকাপ দলে।
গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, স্যান্টনার, ব্রেসওয়েল এবং নিশাম স্কোয়াডকে নিখুঁত ভারসাম্য এনে দিয়েছেন। তাদের অলরাউন্ড দক্ষতা বিশ্বকাপ মিশনে নিউজিল্যান্ডের বড় পুঁজি।
নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডই ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ও পাকিস্তানের মুখোমুখি হবে।
নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড:
কেন উইলিয়ামসন (অধিনায়ক), টিম সাউদি, ইশ সোধি, মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপস, জিমি নিশাম, ড্যারিল মিচেল, অ্যাডাম মিলনে, মার্টিন গাপটিল, লুকি ফার্গুসন, ডেভন কনওয়ে (উইকেটকিপার), মার্ক চ্যাপম্যান, মাইকেল ব্রেসওয়েল, ট্রেন্ট বোল্ট এবং ফিন অ্যালেন।