আয়ারল্যান্ডের পর স্কটল্যান্ডকেও উড়িয়ে দিল বাংলার মেয়েরা

featured photo updated v 2
Vinkmag ad

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্ব উতরানোর পথে আরেক ধাপ এগিয়ে গেলো বাংলাদেশ। নিজেদের গ্রুপের কঠিন প্রতিপক্ষ আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের পর আজ (১৯ সেপ্টেম্বর) স্কটল্যান্ডের বিপক্ষেও এলো সহজ জয়।

টাইগ্রেসদের বোলিং তোপে আগে ব্যাট করে আবু ধাবির শে জায়েদ স্টেডিয়ামে স্কটিশরা তুলতে পারেনি ৭৭ রানের বেশি। শেষ মুহূর্তে স্কোয়াডে যুক্ত হওয়া সোহেলী আক্তার নেন ৪ উইকেট।

জবাবে ১৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ নারীরা। ছোট লক্ষ্য তাড়ায় ৪ উইকেট হারালেও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি দৃঢ় মানসিকতায় দলের পক্ষে খেলেন সর্বোচ্চ ৩৪ রানের ইনিংস।

টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের কোনো অবস্থাতেই নিজেদের ছন্দ খুঁজে পায়নি স্কটল্যান্ডের ব্যাটাররা। ১৩ রানে আলিসা লিস্টারকে (৯ বলে ১২) বোল্ড করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন সানজিদা আক্তার মেঘলা।

এরপর কেবল নিয়মিত বিরতিতে পড়েছে উইকেট। এই টুর্নামেন্ট দিয়ে ৬ বছরের বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা অফ স্পিনার সোহেলী দেখিয়েছেন ঝলক। পেসার জাহানারা আলমের চোটেই শেষ মুহূর্তে দলে জায়গা পান তিনি।

মাঝে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন সারাহ ব্রেস ও লরনা জ্যাক। ২৩ বলে ১৪ রান করে সোহলী বলে বোল্ড হন সারাহ। আর লরনা ২৩ বলে ২২ রান করে শিকার হন নাহিদা আক্তারের। এ দুজনই দলের পক্ষে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।

৪ ওভারে ১ মেডেনসহ মাত্র ৭ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন সোহেলী। দুই উইকেট নেন নাহিদা, এছাড়া একটি করে উইকেট ভাগাভাগি করেন সালমা খাতুন ও মেঘলা।

লক্ষ্য তাড়ায় নেমে দলীয় ১০ রানে বিদায় নেয় বাংলাদেশ ওপেনার শামীমা সুলতানা (৭)। এরপর অধিনায়ক জ্যোতিকে নিয়ে ৩৮ রানে জুটি মুর্শিদা খাতুনের। মুর্শিদা (১৫) বিদায় নিলেও দল জিতিয়ে মাঠ ছাড়ার সুযোগ ছিল জ্যোতির।

তবে জয় থেকে মাত্র ৮ রান দূরে থেকে টাইগ্রেস দলপতি ফেরেন ব্যক্তিগত সর্বোচ্চ ৪৩ বলে ৫ চারে ৩৪ রান করে। আগের ম্যাচেও তার ব্যাট থেকে এসেছিল ব্যক্তিগত সর্বোচ্চ ৬৭ রানের ইনিংস।

আজ জ্যোতির আগে রুমানা আহমেদ আউট হন ১১ রান করে। ৭ ওভার ও ৬ উইকেট হাতে রেখে জয় পাওয়া ম্যাচ বাংলাদেশের হয়ে সোবহানী মোস্তারি ৮ ও কোনো রান না করে অপরাজিত ছিলেন বল হাতে জ্বলে ওঠা সোহেলী।

এই জয়ে ‘এ’ গ্রুপ থেকে বাংলাদেশের সেমি ফাইনাল খেলা নিশ্চিত হল। তার আগে ২১ সেপ্টেম্বর নিগার সুলতানা জ্যোতির দল মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র নারী দলের।

৯৭ ডেস্ক

Read Previous

খেলোয়াড়-কোচের ভূমিকায় দেখা যাবে অ্যান্ডারসন এবং ব্রডকে

Read Next

বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ডের শক্তিশালী স্কোয়াড ঘোষণা

Total
1
Share